আলমগীর শরীফ, ঝালকাঠি প্রতিনিধি:-
ঝালকাঠির রাজাপুরে ২০২৪-২০২৫ অর্থবছরে প্রতিষ্ঠানপ্রধানদের নিয়ে গাইডিং কার্যক্রম সম্প্রসারণ বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ নভেম্বর ২০২৫ ইং দুপুরে রাজাপুর সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ সভার আয়োজন করে উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাহমুদুল হাসান। সভার সভাপতিত্ব করেন উপজেলা গার্ল গাইডস অ্যাসোসিয়েশনের স্থানীয় কমিশনার ইনুন নাহার বেগম। বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম, বাঘেরহাট শারিরীক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ শাহজাহান মোল্লা, মাদ্রাসা সুপার ফজলে আলী ও সহকারি প্রধান শিক্ষক ফেরদৌসী ইয়াসমিন প্রমুখ
সভায় বক্তারা বলেন, গাইডিং কার্যক্রম শিক্ষার্থীদের আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিদ্যালয় পর্যায়ে গাইডস আন্দোলনকে আরও গতিশীল করতে প্রতিষ্ঠানপ্রধানদের সক্রিয় ভূমিকা প্রয়োজন। এ কার্যক্রম সম্প্রসারণে সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদার করার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও গার্ল গাইডস সদস্যরা অংশ নেন।