রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০১:৪৫ পূর্বাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

রাজনৈতিক স্বার্থসিদ্ধির বলি আদমজী জুট মিলস : বন্ধের ১৭ বছর আজ

রিপোর্টার নাম
পাবলিশ: রবিবার, ৩০ জুন, ২০১৯

নারায়ণগঞ্জ প্রতিনিধি : ২০০২ সালের ৩০ শে জুন। দিনটি আর দশটি সাধারন মানুষের জন্য একটি সাধারন দিন হিসেবেই কেটে গিয়ে ছিলো। কিন্তু ব্যাতিক্রম ছিলো আদমজী বাসীর জন্য। তাদের জন্য দিনটি ছিলো বেদনাদায়ক এবং স্বপ্ন ভঙ্গের দিন। কারন ঐদিন তাদের স্বপ্ন এবং ভালোবাসায় ঘেরা আদমজী জুট মিলস বন্ধ ঘোষনা করা হয়। বেকার হয়ে যায় আদমজীতে কর্মরত ২৪ হাজার ৯ শত ১৬ জন কর্মকর্তা এবং কর্মচারী। বন্ধের সময় তাদের পাওনা ৩৫ কোটি ৭৩ লক্ষ ৬৮ হাজার টাকা পরিশোধ করে দেওয়া হলেও তাদের কষ্টের তুলনায় এই পাওনা ছিলো অতিশয় নগন্য। আদমজী জুট মিলস এর যাত্রার ইতিহাসটা যতটা সুখকর ছিলো, বন্ধের ইতিহাসটা তার চাইতেও শতগুন যন্ত্রনাদায়ক ছিলো। পাকিস্তানের ধনাঢ্য আদমজী পরিবারের তিন ভাই মিলে আদমজী জুট মিলস গড়ে তুলেন। ১৯৫১ সালের ১২ই ডিসেম্বর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুমিলপাড়ায় ২৯৭ একর জমির উপর গড়ে উঠে প্রতিষ্ঠানটি। ১৭০০ হেসিয়ান এবং ১০০০ সেকিং লুম নিয়ে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। যাত্রা শুরুর পর থেকেই ব্যবসা সফল হয় প্রতিষ্ঠানটি। তখনকার সময়ে আদমজী জুট মিলস এর মাধ্যমে প্রতি বছর ৬০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করতো বাংলাদেশ। ব্যবসা সফল এই প্রতিষ্ঠানটিকে রাষ্ট্রপতির আদেশে ১৯৭৪ সালের ২৬ শে মার্চ জাতীয় করন করা হয়। তখন আদমজী জুট মিলস এর বার্ষিক উৎপাদনের মূল্যমান ছিলো ২১০ কোটি টাকা। এত সফলতার পরেও লোকসান এবং সন্ত্রাসী কর্মকান্ডের অজুহাতে বন্ধ করে দেওয়া হয় মিলটি। আদমজী জুট মিলস কে কেন্দ্র করে ঐসময়ে আদমজী এলাকার আশে-পাশে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে ছিলো। তাই লক্ষ লক্ষ লোকের কর্মসংস্থান ঘটেছিলো সে সময়। যে অজুহাতেই মিলটি বন্ধ হউক না কেন আসলে রাজনৈকিত বলির পাঠা হয় এশিয়া মহাদেশের সর্ব বৃহৎ জুট মিল আদমজী জুট মিলস। ২০০১ সালে বিএনপি সরকার ক্ষমতায় আসা পরই মিলটি বন্ধ করে দেওয়ার পায়তারা করা হয়। যার বাস্তবায়ন ঘটে ২০০২ সালের ৩০ শে জুন। আগাম কোন ঘোষনা ছাড়াই মিলটি বন্ধ করে দেওয়াতে অনেকে আদমজীর শোক ভুলতে না পেরে চিরতরে চলে গেছেন না ফেরার দেশে। মিল বন্ধের দীর্ঘ ১৭ বছর পার হলেও আজও কান্না থামেনি আদমজীর সেসব মানুষের, যারা শৈশর, কৈশর কাটিয়েছেন আদমজীতে। আদমজীর মানুষের আজও নিরবে হদয়ে রক্ত ক্ষরণ হচ্ছে। শুধু যে লক্ষ লক্ষ লোক বেকার হয়েছে তাই নয়, আকস্মিক ভাবে মিলটি বন্ধ হওয়ায় অনেক শিক্ষার্থীর লেখা-পড়া বন্ধ হয়ে গিয়ে ছিলো। ফলে অনেক মেধাবী শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যত অন্ধকারে ঢেকে গিয়ে ছিলো। অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়ে ছিলো আদমজীবাসী। আদমজীতে কাটানো প্রতিটি মূহূর্তের স্মৃতি আদমজীবাসীর মনে চিরস্মরণীয় হয়ে থাকবে। হয়তো তাদের ভাগ্যের পরিবর্তন ঘটবে না তবুও আদমজীর প্রতি তাদের ভালোবাসা চির অক্ষয়।


এই বিভাগের আরও খবর