শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

যে ঋণ শোধ করার সাহস তাঁর কোনদিনও হয়নি

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪

নিজস্ব প্রতিবেদক

অভিনন্দন –

ড. আতিউর রহমান
দুধ বিক্রেতা এক রাখাল বালক
শুভ জন্মদিন
—————————————————
পৃথিবীর যত বিখ্যাত ব্যক্তি নিজের মেধা কর্মদক্ষতা ও জনপ্রিয়তায় খ্যাতির শিখরে উঠেছেন তাঁদের বৃহৎ অংশেরই পদযাত্রা শুরু হয়েছিল শূন্য থেকে। ড. আতিউর রহমানও তাঁদেরই একজন।

শৈশবে গৃহপালিত গাভির দুধ হাটে বিক্রি করে পড়াশোনার খরচ যুগিয়েছেন। পেয়েছেন অনেকের আর্থিক সহায়তা। যে ঋণ শোধ করার সাহস তাঁর কোনোদিনও হয়নি।

চলুন জেনে নিই আত্মস্বীকৃত এমন কৃতিমান ও প্রথিতযশা একজন সৎ রাখাল বালকের জীবন ইতিহাস!

জন্ম ১৯৫১ সালের ৩ আগস্ট বৃহত্তর ময়মনসিংহের জামালপুর জেলার দিঘপাইত ইউনিয়নের পূর্বপাড়ের দিঘুলী গ্রামের এক সাধারন কৃষক পরিবারে।

তিনি এসএসসি ও এইচএসসি পাস করেছেন টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে। উভয় পরীক্ষাতেই মেধা তালিকায় স্থান ছিল তাঁর।

এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন স্নাতক সম্মান শ্রেণিতে। স্নাতক ও স্নাতকোত্তর শেষ করে কমনওয়েলথ স্কলারশিপের জন্য আবেদন করেন আতিউর। পেয়েও যান।

যুক্তরাজ্যের SOAS, University of London (The School of Oriental and African Studies) থেকে ১৯৭৭ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীকালে তাঁর পিএইচডি থিসিস অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস থেকে একটি বই আকারে প্রকাশিত হয়েছে, যেটির নাম ‘পিজেন্টস অ্যান্ড ক্লাসেস’।

বইটি বিশ্বজুড়ে অর্থনীতিবিদদের কাছে প্রশংসিত হয়েছে এবং রেফারেন্স হিসেবে বিশ্বের অনেক বিশ্ববিদ্যালয়ে পাঠ্য।

আাতিউর রহমান বাংলাদেশ ইনস্টিটিটউট অব ডেভেলপমেন্ট স্টাডিজে কাজ করেছেন দীর্ঘ আটাশ বছর। ওখান থেকে সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে অবসর নেন ২০০৬ সালের ৪ এপ্রিল। তারপর যোগ দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক হিসেবে।

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্ব পান তিনি ২০০৯ সালের ৩ মে। তিনি ছিলেন দেশের কেন্দ্রীয় ব্যাংকের দশম গভর্নর।

ড. আতিউরের কাজের ক্ষেত্র ব্যাপক। তিনি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন সোনালী ব্যাংকের ডিরেক্টর এবং আরেক রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকের বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৪ সালে তিনি ‘উন্নয়ন সমন্বয়’ নামে একটি এনজিও গড়ে তোলেন। গর্ভনর হওয়ার আগ পর্যন্ত তিনি সমন্বয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। বিশটিরও বেশি আন্তর্জাতিক ও পঞ্চাশটি জাতীয় উন্নয়ন প্রকল্পে তিনি ডিরেক্টর বা টিম লিডার হিসেবে কাজ করেছেন।

আতিউর রহমান একজন জনপ্রিয় কলাম লেখক। দারিদ্র, সরকারি ব্যয়, অর্থনৈতিক উন্নয়ন, জনকল্যাণসহ নানা ধরনের সামাজিক-অর্থনৈতিক ইস্যুতে লেখালেখি করেন নিয়মিত।

২০০০ সালে তিনি অতীশ দীপঙ্কর স্বর্ণপদক ও ২০০৮ সালে চন্দ্রাবতী স্বর্ণপদক পেয়েছেন।

ফেসবুক পরিবারের পক্ষে তাঁর জন্য রইল শুভ কামনা আজকের এই বিশেষ দিনটিতে।

— মেসবা খান


এই বিভাগের আরও খবর