যেই লাউ সেই কদু
— স্বরেআ কাদির
কার থেকে কে ছোট বলো,
কার থেকে কে ছোটো;
সুযোগ পেয়ে তুমিও তো
মাত্রা ছাড়াই লুটো!
লুটতরাজের স্বভাব তোমার
স্বৈরাচারী দীল;
খালা-চাচির দুই ফ্যামিলির
তাই কি এতই মিল!
আরও পড়ুনঃ *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”*
বাহ্ কি মজা, বাহ্ কি মজা,
আমরা কেবল চদু;
এক গিয়ে ফের তৈরি আরেক
যেই লাউ সেই কদু!