আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেবাপ্রার্থীদের নানা অভিযোগের ভিত্তিতে সোমবার (২৩ জুন ২০২৫) দুপুর ১২টার দিকে এই অভিযান পরিচালনা করা হয়।
দুদকের সমন্বিত বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. বুলু মিয়ার নেতৃত্বে এই অভিযান চলে। এ সময় দুদক কর্মকর্তারা সেবাগ্রহীতাদের কাছ থেকে অভিযোগ শুনে নির্বাচনী কার্যক্রম সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র পর্যালোচনা করেন এবং নির্বাচন অফিসের কর্মকর্তাদের সাথে কথাবার্তা বলেন।
আরও পড়ুনঃ হরিণাকুন্ডুতে আওয়ামীলীগ চেয়ারম্যানদের দুর্নীতি ঢাকতে প্রেসক্লাব দখল
অভিযান চলাকালে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামের কক্ষে উপস্থিত থেকে কয়েকজন সেবাপ্রার্থী দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। যদিও নির্বাচন কর্মকর্তা দাবি করেন, তাদের দপ্তরে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতির ঘটনা ঘটেনি।
অভিযানের বিষয়ে দুদক কর্মকর্তা বুলু মিয়া সাংবাদিকদের জানান, “সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে আমরা এই অভিযান পরিচালনা করছি। সরকারি দপ্তরে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়, সেটা নিশ্চিত করাই আমাদের উদ্দেশ্য। আমরা অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছি। তদন্ত শেষে যদি অনিয়মের প্রমাণ মেলে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
এ ধরনের উদ্যোগে সাধারণ জনগণের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রত্যাশা জোরদার হবে বলে মনে করছেন সচেতন মহল।