মোড়েলগঞ্জ, বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়ন বিএনপি’র দ্বিবার্ষিক সম্মেলনে দুই সভাপতি প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতাকর্মী আহত হয়েছে।
রবিবার {১৫ই জুন } দুপুরে চর পটি খালি সরকারি প্রাথমিক বিদ্যালয় এই সংঘর্ষের ঘটনা ঘটে। সম্মেলন স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও সম্মেলনের প্রধান অতিথি খাদেম নিয়ামুল নাসির আলাপ।
আরও পড়ুনঃ গজারিয়া পূর্ব শত্রুতার জেরে যুবককে মারধর, মোটরসাইকেলে আগুন
প্রত্যক্ষদর্শী নেতাকর্মীরা জানান পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল ১১ টায় সম্মেলন শুরু হয়। নেতাকর্মীরা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। এক পর্যায়ে ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা আব্দুল হালিম খোকনের বক্তব্য চলাকালীন সভাপতি প্রার্থী খলিলুর রহমান সিকদার ও আব্দুস সাত্তার হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি বেগতিক দেখে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। সেনাবাহিনীর সদস্যরা আসলে নেতাকর্মীরা ঘটনাস্থল ত্যাগ করেন। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন নেতা কর্মী আহত হয়েছেন। আতুরা মোড়েলগঞ্জ থানা স্বাস্থ্য কমপ্লেক্স ও বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছে।