শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৬:৫৩ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ জোট মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম ন্যাশনাল ইউনিটি কাউন্সিল(এনইউসি) এর মহাসচিব বিদ্যুৎ চন্দ্র বর্মনের বাণী: মানবতার মূর্ত প্রতীক: *অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী শিক্ষাবিদ ও মানবতাবাদী এক অনন্য সমন্বয়* -ড. এ আর জাফরী বাংলাদেশ সর্বজনীন জোটে মূল চিন্তাশক্তি হিসেবে আবির্ভূত প্রধান উপদেষ্টা ফরহাদ মাজহার বগুড়া গাবতলী স্টেশনের রেলওয়ে কর্মচারীকে মারপিট করে আহত করে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় – দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশ ময়মনসিংহে পলাতক আসামী গেপ্ততার করেছে র‍্যাব ১৪ যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ বগুড়ার গাবতলী উপজেলার বিএনপিরভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

মুসলিম জাতিসত্তা এবং ১৯০৫ সালই হল বাংলাদেশের ভিত্তি মূল, পর্ব ২১

মোঃ মোস্তফা জামাল ভূঁইয়া / ৯ Time View
Update : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

মোঃ মোস্তফা জামাল ভূঁইয়াঃ

মুসলিম জাতিসত্তা এবং ১৯০৫ সালই হল বাংলাদেশের ভিত্তি মূল, পর্ব ২১

বিষয়:- ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ ও মুসলিম জাতিসত্তা পরস্পর বিরোধী।
ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ ও মুসলিম জাতিসত্তা পরস্পর বিরোধী। ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ মুসলমানদের জন্য পতনের অন্যতম কারণ। পক্ষান্তরে মুসলিম জাতিসত্তা মুসলিমদের নিরাপত্তার গ্যারান্টার।

ঐতিহাসিক দূষ্টিকোন থেকে আলোচনা করা আবশ্যক। আমি মুসলিম জাতিসত্তার তিনটি ঐতিহাসিক উদাহরণ দিব । প্রথম উদাহরণ হল স্পেনে মুসলিম জাতিসত্তার অবদান। পাঠক, স্পেনে উমাইয়া খিলাফতের পতনের পর সেখানে একাধিক মুসলিম রাষ্ট্রের সূষ্টি হয়েছিল, ঐতিহাসিকগন এই সব ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলোকে আলমুলকুত তাওয়ায়িফ নামে অভিহিত করে।

এই ক্ষুদ্র রাজ্যগুলো এক সময় দূর্বল হয়ে পড়লে খ্রিস্টানদের আগ্রাসনের সম্মুখে পড়ে, এমতাবস্থায় উত্তর আফ্রিকার মোয়াহেদ ও মুরাবিত শাসকগন স্পেনের মুসলমানদেরকে খ্রিস্টানদের আগ্রাসন হতে রক্ষার জন্য বহু অভিযান পরিচালনা করে খ্রিস্টানদের আগ্রাসন হতে রক্ষা করে ।

দ্বিতীয় উদাহরণ হল ষোড়শ শতকের প্রথম দিকে আরবরা ডাচদের আগ্রাসনের সম্মুখীন হয়ে উসমানীয় সুলতান সেলিম এর সাহায্যে কামনা করে। সুলতান সেলিম আরবদের আহবানে সাড়া দিয়ে আরব ভূমিতে পদার্পণ করেন এবং এর ফলশ্রুতিতে আরবরা খ্রিস্টানদের গোলামী হতে মুক্তি পায় । এই গুলো হল মুসলিম জাতিসত্তার অবদান।

আরও পড়ুনঃ দীর্ঘ ১৮ বছর পর বাগেরহাটের মোড়েলগঞ্জ বিএনপির সম্মেলন সভাপতি বাবুল সম্পাদক ইয়াদ

তূতীয় উদাহরণ হল , পূর্ব বাংলার মুসলমানরা যখন ইংরেজ ও হিন্দুদের দ্বারা নির্যাতিত হচ্ছিল, তখন ১৯০৫ সালে মুসলিম জাতিসত্তার ভিত্তিতে মুসলিম স‌‌্খ্যাগরিষ্ট বে‌‌্গল আসাম প্রদেশ গঠনের মাধ্যমে হিন্দুদের অত্যাচার হতে মুক্ত হয়েছিল। আবার ১৯৪৭ সালে যখন অখন্ড বাংলার স্বপ্ন ভেঙ্গে যায়, তখন মুসলিম জাতিসত্তার ভিত্তিতে কায়েদে আজমকে নেতা হিসেবে মেনে নিয়ে হিন্দু ও ইংরেজদের কবল হতে পাকিস্তান নামক রাষ্ট্র গঠন করে।

পাঠক, স্পেনের মুসলিম শাসনের পতন হয় আছাবিয়্যাত এর কারণে , সেখানে আরব , বারবার, হিমারী , মুদারী আছাবিয়্যাত থাকার কারণে মুসলমানরা শক্তিহীন হয়ে পড়ে। আবার আরবরা প্রথম বিশ্বযুদ্ধের সময় ভাষা ভিত্তিক জাতীয়তাবাদের কারণে ইহুদি খ্রিস্টানদের গোলামে পরিনত হয়েছে। আজ গাজার মুসলমানদের এই করুন পরিনতির জন্য দায়ী হল ভাষা ভিত্তিক জাতীয়তাবাদ।

আবার যে পাকিস্তান মুসলিম জাতিসত্তার ভিত্তিতে গঠিত হয়েছিল, সেখানে বা‌‌্গালী জাতীয়তাবাদ পাকিস্তান পতনের জন্য দায়ী। এই বা‌‌্গালী জাতীয়তাবাদের বলি হল এদেশের ইসলামী সভ্যতা ও বিহারী মুসলমানরা। বাংগালী জাতীয়তাবাদীরা বিহারীদের উপর গণহত্যা চালিয়েছে এবং তারা একটি মুসলিম দেশকে পৌত্তলিকদের পদতলে নিক্ষেপ করার সদা চেষ্টায় লিপ্ত।

 

মোঃ মোস্তফা জামাল ভূঁইয়া
চেয়ারম্যান
প্যান ইসলামিক মুভমেন্ট বাংলাদেশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category