শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

মুরাদনগরে বিয়ের দাবিতে কলেজছাত্রীর অনশন

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ১২ জুন, ২০২৪

আবুল কালাম আজাদ ভূঁইয়াঃ

১২/০৬/২৪
আজ ১২/০৬/২৪ইরেজী তারিখে
মুরাদনগরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজছাত্রী। গত তিন মাস ধরে রমজানের আগে থেকে কুমিল্লার মুরাদনগর উপজেলার ২১নং বাবুটিপাড়া ইউনিয়নের প্রান্তি দেওড়াগাজী গ্রামে অনশন পালন করছেন তিনি। অভিযুক্ত নাজমুল হাসান (২৩) বাবুটিপাড়া ইউনিয়নের প্রান্তি দেওড়াগাজী গ্রামের মৃতঃ হাজি নুরুল ইসলামের ছেলে।
সরজমিন দেখা যায়, কলেজছাত্রী বিয়ের দাবিতে অবস্থান নিয়েছেন। কলেজছাত্রী চাঁদপুর জেলা মতলব উপজেলা দশানি গ্রামের বাদল মিয়া ও নাজমা বেগমের মেয়ে তানজিনা (২০) বলেন, প্রায় এক বছর আগে নাজমুল হাসানের সঙ্গে সম্পর্ক হয়। বিয়ের প্রলোভনে একাধিকবার শারীরিক সম্পর্ক করেও এখন বিয়ে করতে অপারগতা জানায় সে। বিয়ে না করলে আমার মরা ছাড়া উপায় নেই। তাই আমি বাধ্য হয়েই আমরণ অনশন করছি। শারীরিক সসম্পর্কর ভিডিও ধারণ করে। এসব ভিডিও অনলাইনে ছেড়ে দিবে বলে হুমকি দিয়েছে। তিনি আরও বলেন, আমি এখানে অনশন করার পর থেকেই আমাকে বিয়ে করবে না মর্মে জানিয়ে দিয়েছে নাজমুল হাসান। তিনি বলেন, বাড়িতে আসার পর থেকে নাজমুল হাসান ও তার পরিবার গোত্রের লোকজন আমাকে মারধর করে টাকা ও গহেনা রেখে বাড়ি থেকে বের করে দিয়েছে। তারপরও আবার আমি ওই বাড়িতে অবস্থান করছি। তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক হওয়ায় তাকে বিয়ে করা ছাড়া আমার উপায় নেই। বিয়ে না করলে আমাকে এখানেই মরতে হবে। এ বিষয়ে অভিযুক্ত প্রেমিক নাজমুল হাসান পালাতক রয়েছে। তার কোন বক্তব্য নেওয়া যায়নি।
নাজমুল হাসান বড় ভাই বিল্লাল,অলিউল্ল্যাহ ও নেয়ামত উল্লাহ বলেন, নাজমুল বলেছে, এই মেয়ে ভালো না। আমরা জেনেশুনে কোনোভাবেই তার সঙ্গে ছেলেকে বিয়ে দিতে পারি না। এব্যাপারে বাড়ীর মুরুব্বী কবির হোসেনের কাছে তিন লাখ টাকা দিয়েছি। আপোষমিমাংশা করার জন্য। মেয়ে টাকা নিতে রাজি নয়। নাজমুলকে বিয়ে করতে চায়। থানায় অভিযোগ দিয়ে বাড়ী থেকে মেয়েটিকে বিদায় করেছি। তারপরও মেয়েটি বাড়ীতে এসে বসে থাকে। আমার মা হার্টর রোগী। আমরা বিদেশে থেকেও বাড়ীর জন্য দুরচিন্তায় আছি।
গ্রান্দ্রা দেওড়াগাজী গ্রামের সাবেক ইউপি’র সদস্য আলমগীর হোসেন, মহিলা সদস্য শাহনাওয়াজ বেগম ও আজিজুল রহমান বলেন, মেয়েটির সাথে অনলাইনে পরিচয় হয়। পরিচয় পর থেকে নাজমুল হাসান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে মেয়েটি সাথে একাধিবার শারীরিক সম্পর্ক করে। এবং মেয়েটিকে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। ছেলে পালাতক রয়েছে। কয়েকবার সামাজিক বিচার হয়েছে। ছেলে মেয়েটিকে বিয়ে করতে রাজি নয়। তিন মাস ধরে মেয়েটি ছেলের বাড়িতে অবস্থান করছে বিয়ের দাবীতে। ছেলের বাবা মৃতঃহাজি নুরুল ইসলামের পাঁচ ছেলে বিদেশে অবস্থান করছে। বাড়ীতে শুধু বৃদ্ধা মা রয়েছে।
বাবুটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরমান মিয়া বলেন, আমি ফোনের মাধ্যমে জেনেছি এবং বলেছি পারিবারিকভাবে বিষয়টি মীমাংসা করার জন্য।
মুরাদনগর থানার ওসি প্রভাস চন্দ্র ধর বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি ফোনের মাধ্যমে জেনেছি। নাজমুল হাসানের মা থানায় এসে অভিযোগ দিয়েছেন মেয়েটির বিরুদ্ধে। অভিযোগের প্রেক্ষীতে ওই বাড়ীকে মেয়েটিকে উদ্ধার করে ইউপি’র চেয়ারম্যান জিম্বায় দিয়ে এসেছি সামাজিক বিচারের জন্য। মেয়েটি পূনরায় আবার ওই বাড়ীতে অনশনে বসেছে।


এই বিভাগের আরও খবর