#মুখরিত মূক
#নজরুল ইসলাম হাবিবী
অনন্ত অন্তরীক্ষ অগণন ভেদ তত্ত্ব বুঝি,
গ্রহ গুণি, মেঘ থেকে বারি তথ্য খুঁজি,
স্রষ্টার মহারূপ দেখি সে যে কত,
ছন্দরা দোলা দেয় মনে অবিরত,
কথা বলে শূন্যতা, পূর্ণতা চায়,
অপূর্ণ থেকে গেল সে যেন কোথায়!
নিভৃতে কাঁদে কেউ চায় মূকে ভাষা,
কার যেন রয়ে গেল অতৃপ্ত আশা!
কার যেন ম্লান আজ হৃদয়ের হাসি,
কি যেন দোলা দেয় বুকে ভাবে আসি!
এদেরও বলার ছিল পৃথিবীতে কথা,
এদেরও বুকে আছে মহাকাব্য গাথা!
হৃদয়ের অভিশপ্ত অব্যক্ত সুর,
মহাবিশ্বে দিতে চায় আলোর নূপুর।
আরও পড়ুনঃ থেমে নেই যন্ত্রাংশ আমদানি নিয়ন্ত্রণহীন অটোরিকসায় সয়লাব মোহাম্মদপুর বসিলা এলাকা
আমাদের চারপাশে কত মূক আছে
এতোটুকু প্রাণ চায়, মন মায়া যাচে।
জগতে আলোর নাচন ভাষার বাগান,
দ্যোতনা ব্যঞ্জনা সুর লয় তান।
সেখানে অশ্রু ঝারে মূকেরা আড়ালে
ভাষা চায় আশা চায় আমার বিড়ালে।
ড. নজরুল ইসলাম হাবিবী
অধ্যাপক
লন্ডন বিশ্ববিদ্যালয়
বসবাস লন্ডন