এম এ রউফঃ
মিথ্যার সবচেয়ে বড় শাস্তি হলো— কেউ আর তার সত্যও বিশ্বাস করে না।” “মিথ্যা কথা যেমন সম্পর্ক নষ্ট করে, তেমনি আত্মসম্মানও ক্ষয় । মানুষ যেমন সাপকে ভয় পায়,,,, তেমনি মিথ্যাবাদীকে ভয় পাওয়া উচিত।
যতই সময় লাগুক না কেনো,,,,, মিথ্যার উপর সত্যের জয় একদিন নিশ্চিত।
রাসূল সা. এর থেকে কঠোরভাবে নিষেধ করেছেন। … মিথ্যার পরিণাম : মিথ্যা বলার পরিণাম খুবই ধ্বংসাত্মক। এর জন্য দুনিয়াতে রয়েছে ধ্বংস।
আরও পড়ুনঃ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কতৃক পুলিশ অফিস জামালপুর বার্ষিক পরিদর্শন
একজন বীর অবশ্যই সম্মানজনক হতে হবে, সম্মান থাকতে হবে। এবং আপনি যদি মিথ্যাবাদী হন তবে আপনার সম্মান থাকতে পারে না। মিথ্যে কথা বলা মহা ঝামেলা মহা পাপী।
লোভে পাপ পাপে মৃত্যু আমরা এই সব মৃত্যু কে আমরা আমলে নিবো না।
যাহারা নেয় তাদের খবর নিয়ে দেখেন সে আরেকটি মিথ্যা বাদী। মূখে মূখে ইতিহাস আমি পড়ি না।
এই পৃথিবীতে মানুষ ছিনার বাকী আমার নেই। মিথ্যাবাদীকে যদি আমি স্বীকৃতি দিতে হয়।কতো পারসেন্ট আমি দিবো। তাই আসেন মিথ্যা কথা বলার মানুষ কে সহযোগিতা করে ভালো করা চেষ্টা করি।