সাংবাদিক মোহাম্মদ আলম কক্সবাজারঃ
এক সময় মানুষ ছিল ভালো। আমার দাদার আমলে মানুষ ছিল পরোপকারী, সহজ-সরল। আমার বাবার আমলেও মানুষ ছিল ভদ্র, লজ্জাশীল, আর মানবিক গুণে ভরা।
কিন্তু আমাদের সময়ে এসে মানুষ যেন বদলে গেল।
এখন মানুষের মাঝে আর মনুষ্যত্ব নেই —
হিংসা, লোভ, খুন, গুম, চাঁদাবাজি যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
কেন এমন হলো?
নিশ্চয়ই এর একটা কারণ আছে। হয়তো কেয়ামতের দিন সত্যিই খুব কাছে চলে এসেছে।
আরও পড়ুনঃ
মানুষ এখন আর ভালোকে ভালো বলে না, অন্যায়কে অন্যায় বলে না।
সত্য বললে উপহাস করে, অন্যায়ের প্রতিবাদ করলে জীবন নিয়ে টানাটানি হয়।
আর বাংলাদেশের রাজনীতি?
যারা রাজনীতি করে, তাদের অনেকেই হয়ে গেছে মিথ্যাবাদী, সন্ত্রাসী, চাঁদাবাজ।
গুম, খুন – সব যেন এখন রাজনৈতিক নেতাদের হাতের খেলনা!
আর সাধারণ মানুষ?
তারা একটাই প্রশ্ন করে – কোন দিকে যাবো আমরা? কীভাবে বাঁচবো আমরা?
এখন সময় এসেছে মানুষকে জাগ্রত করার।ভালো মানুষদের একত্রিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর। কারণ মানুষের মধ্যে যদি মানুষ না থাকে, তবে মানবতা থাকবে কোথায়?