আরাফাত রহমান
স্টাফ রিপোর্টার বগুড়াঃ ২০শে নভেম্বর-২৫ বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের মানবিক কর্মসূচীর অংশ হিসেবে গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সুখানপুকুর শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বৃক্ষ রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান হিরু, সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ ঠান্ডু, আরাফাত হোসেন, সোহেল মন্ডল, ইলিয়াস মাহমুদ উজ্জল, নিহাদ আনোয়ার বাদল, শহিদুল ইসলাম সম্রাট, সুখানপুকুর ইউনিয়ন বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জুয়েল আহমেদ, উপজেলা তাঁতী দলের সিনিয়র সহ-সভাপতি জুয়েল সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য মোস্তাছিম কামাল লিটন, বিভিন্ন ইউনিয়নের আহবায়ক ও সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়কদের মধ্যে কামরুজ্জামান, আতাউর রহমান খোকন, রেজাউল করিম রিবন, আব্দুল কুদ্দুস কাজী, মিলন মিয়া, আব্দুল খালেক, আবু হানিফ, পলাশ আহমেদ, সোহেল রানা, দিপু আহমেদ, শহিদুল ইসলাম টিটু, মজনু মিয়া, ইমরান আকন্দ, সঞ্জু মিয়া, বাবু মিয়া, আশিক মাহমুদ, জহুরুল ইসলাম, আরাফাত হোসেন, আব্দুল হক, রাসেল মাহমুদ, দুলাল মিয়া, নুর মিয়া, মোঃ ইমন, নয়ন আহমেদ ও তুষার আহমেদ সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। শেষে গাবতলী উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতৃবৃন্দ সুখানপুকুর বন্দরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ধানের শীষের মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ শেষে মিছিল বের করেন।