নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, ৮ নভেম্বর ২০২৫ (শনিবার) — প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মিরপুর-২ চত্বরে “বাংলাদেশ নব জাতীয়করণকৃত প্রাথমিক শিক্ষক সমিতি” আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় তিন দফা ন্যায্য দাবির বাস্তবায়নের লক্ষ্যে। সকাল ১২টায় শুরু হওয়া এই মানববন্ধনে দেশের বিভিন্ন জেলা থেকে আগত শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও বাংলাদেশ সর্বজনীন দল–এর চেয়ারম্যান মোঃ আবুল হাসেম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল লতিফ, মনির হোসেন, রহুল আমিন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সাধারণ সম্পাদক হাসিনা মমতাজ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, শাহিনুর আলম, রকিবুল ইসলাম, অর্থ সম্পাদক আব্দুল মান্নান, তথ্য সম্পাদক আব্দুল রশিদ, এবং অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন তাজ উদ্দিন, আব্দুল রাজ্জাক, আব্দুর রশিদ, দুলাল চন্দ্র, আবুল বাসার, মরিয়ম আক্তার, ফাতিমা বেগম, আন্জুমানারা, ফারুক হোসেন, হাসান মিয়া, সফিউর রহমান, সাখাওয়াত হোসেন, মাইন উদ্দিন মৌল্লা, মিজানুর রহমান, মইন উদ্দিন, শাহিন চৌধুরী প্রমুখ।
নেতৃবৃন্দ মানববন্ধনে নিম্নোক্ত তিনটি দাবির দ্রুত বাস্তবায়ন দাবি জানান—
১️ জাতীয়করণ গেজেট হতে পদবঞ্চিত শিক্ষকদের প্রধান শিক্ষক হিসেবে পুনরায় গেজেট প্রকাশ।
২️ এস.এম.সি কর্তৃক নিয়োগপ্রাপ্ত সকল শিক্ষকের ক্ষেত্রে সরকারি নীতিমালার আলোকে বয়সসীমা ৫০% ছাড় দিয়ে চাকরিকাল, টাইমস্কেল ও গ্রেডেশন গণনা।
৩️ ৭৩/২৩, ৭১/২৩ ও ১৩০৬০/১৮ মামলাসহ সকল মামলা দ্রুত নিষ্পত্তি এবং জেলা ও উপজেলা পর্যায়ে চলতি দায়িত্বপ্রাপ্তদের প্রত্যাহার।
বক্তারা বলেন, “রাষ্ট্রপতির পরিপত্র ও সরকারি প্রজ্ঞাপনে স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও কেন পদবঞ্চিত শিক্ষকদের প্রধান শিক্ষক হিসেবে গেজেট প্রকাশ করা হচ্ছে না—এটি প্রশ্নবিদ্ধ।”
তারা আরও বলেন, “শিক্ষকদের দীর্ঘদিনের প্রাপ্য ন্যায্য দাবি উপেক্ষা করে প্রাথমিক শিক্ষাব্যবস্থাকে দুর্বল করে রাখা হচ্ছে, যা শিক্ষা মান উন্নয়নে বড় অন্তরায়।”
নেতৃবৃন্দ সরকারের প্রতি আহ্বান জানান, আগামী ১৫ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে তাদের তিন দফা দাবির বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে। অন্যথায় তারা “কঠিন থেকে কঠিনতম” আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবেন বলে হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী শিক্ষক সমাজের দাবি ছিল স্পষ্ট ও ন্যায্য — প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক মর্যাদা রক্ষায় নীতি ও প্রজ্ঞাপন অনুসারে গেজেট প্রকাশ এখন সময়ের দাবি।
শিক্ষক সমাজের এই আন্দোলন বাস্তবায়িত হলে দেশের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় ন্যায় ও স্বচ্ছতা ফিরে আসবে বলে উপস্থিত সকলে আশাবাদ ব্যক্ত করেন।