বিশেষ প্রতিনিধিঃ
মাজার শরীফগুলোতে যাওয়া ও সম্মানের বিশেষ কারণঃ
হযরত সৈয়দ জুমলি পীর বাবা (রহঃ)-এর ৪০০ বছরের পুরনো দরগাহ স্থানান্তর।
হযরত সৈয়দ জুমলি পীর বাবা (রহঃ)-এর দরগাহ, যা ৪০০ বছরেরও বেশি পুরনো, তা সম্প্রতি তামিলনাড়ুর ধর্মপুরী – জারুগু – হোগেনাক্কাল সড়কের পাশে একটি নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। এই স্থানান্তরটি সড়ক সম্প্রসারণ কাজের প্রয়োজনে হাইওয়ে বিভাগ (Highways Department)-এর অনুরোধে করা হয়েছে।
আরও পড়ুনঃ হাতি ঘোড়া তৈরি করেও সংসারের উন্নতি হচ্ছে না
স্থানান্তরের সময় দেখা যায়, শত শত বছর পরেও ঐ পবিত্র অলির পবিত্র দেহ সম্পূর্ণ অক্ষত অবস্থায় বিদ্যমান ছিল। তাঁর দেহ এখনো ইসলামী দাফনের অবস্থায় কিবলামুখী হয়ে শায়িত ছিল।
যারা আল্লাহর রাস্তায় জীবন দেয়, তারা মৃত নয়” – এটি একটি কোরআনের আয়াত। এই আয়াতটি সূরা আল-বাকারার (২:১৫৪) অংশবিশেষ। আয়াতটিতে বলা হয়েছে, “আর যারা আল্লাহর পথে নিহত হয়, তাদেরকে মৃত বলো না; বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা উপলব্ধি করতে পার না।”