মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর মহাদেবপুরে নিষিদ্ধ আওয়ামীলীগ ও যুবলীগের ২ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। গত রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে
তাদেরকে গ্রেফতার করা হয়।
গেফতাররা হলো, উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক চকহরিবল্লভ গ্রামের মৃত হারুনের ছেলে জাকির হোসেন, চেরাগপুর ইউনিয়নের ওয়ার্ড যুবলীগের সভাপতি শালবাড়ি সাদ্দামের মোড়ের মৃত আব্দুল হাই
এর ছেলে রুবেল হোসেন।
আরও পড়ুনঃ কুড়িগ্রামের রাজিবপুরে ইউএনও’র বনমালী কাটলেন রাস্তার ৪৫ টি গাছ
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীন রেজা বলেন, গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা
হয়েছে।