মোঃ আবুল খায়ের (মনোহরগঞ্জ) কুমিল্লা:
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদ্যোগে ঈদে মিলাদুন নবী (সাঃ) উদযাপন করা হয়েছে গতকাল সকাল দশটায় বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে।
স্কুল শাখার সিনিয়র সিনিয়র শিক্ষক মোঃ ইসমাইল হোসেন বিএসসির সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আবদুল মতিন,তিনি তার বক্তব্যে বলেন- ঈদে মিলাদুন নবী বলতে বুঝানো হয়েছে, রাসুলুল্লাহ সঃ এর জন্মদিন উপলক্ষে আনন্দ, উৎসব আলোচনা ইত্যাদি করা।
মিলাদ মানে জন্ম, নবী মানে রাসুল। তিনি আরো বলেন,ঈদে মিলাদুন নবী মানে রাসুলুল্লাহ সাঃ জন্মদিনে খুশী প্রকাশ,কৃতজ্ঞতা জ্ঞাপন ও তাঁর জীবন থেকে শিক্ষা গ্রহন করা। তন্মধ্যে কোরআনে নবীর আগমনে খুশী হতে বলা হয়েছে,
আরও পড়ুনঃ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা
হাদিসে তিনি নিজেই জন্মদিনে রোজা রেখেছেন, বহু আলেম একে নেক কাজ হিসাবে বিবেচনা করেছেন, তবে এতে শুধুমাএ কুরআন তেলওয়াত,নাত,সীরাত আলোচনা, দুরুদপাঠ ইত্যাদির মাধ্যম পালনকরাই সুন্নাহসম্মত।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ ও স্কুল শাখার সিনিয়র শিক্ষক ও ছাএছাএী বৃন্দ।