মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে আজাদ সমর্থন গোষ্ঠীর উদ্যোগে কোকোর ৫৬ তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র ক্রিড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উপলক্ষে টাঙ্গাইলের মধুপুরে আজাদ সমর্থন গোষ্ঠীর উদ্যোগে কোকোর ৫৬ তম জন্মদিন পালন উপলক্ষে আলোচনা সভা, কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (১২ আগষ্ট) বাদ মাগরিব মধুপুর কর্নেল আজাদ সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় কার্যালয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল -১ (মধুপুর -ধনবাড়ী) হতে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) আসাদুল ইসলাম আজাদ এর সমর্থন গোষ্ঠীর উদ্যোগে অনুষ্ঠানটি সফল ভাবে অনুষ্ঠিত হয়েছে ।
আরও পড়ুনঃ তুরাগে আরাফাত রহমান কোকোর জন্মদিনে দোয়া মিলাদ
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবুল কালাম আজাদ মধুপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম মাসুদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে মির্জাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, মধুপুর উপজেলা বিএনপির বর্তমান মৎস বিষয়ক সম্পাদক নুরুল আলম মেম্বার,
২ নং ওয়ার্ড পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, ধনবাড়ী উপজেলা বিএনপির বর্তমান সদস্য মিন্টু, ধনবাড়ী উপজেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক জোহায়ের আলী মিন্টু, আলোকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, যুবদল নেতা লালন ফকির প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধনবাড়ী – মধুপুরের তৃনমুল পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন । আলোচনা সভা শেষে মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত করা হয় । কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান টি সুন্দর ও সফল ভাবে সমাপ্ত হয় ।