রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন
Headline :
ময়মনসিংহে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহানগর রুকন সম্মেলন অনুষ্ঠিত ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মনজুরুল ইসলাম মঞ্জুর সাথে সাংবাদিকদের কুশল বিনিময় ব্রাক্ষনবাড়ীয়া ২ সরাইল উপজেলার রাজনীতি ইসলাম প্রচার সমিতি বান্দরবান পার্বত্য জেলা কার্যনির্বাহী কমিটি’র অভিষেক নীলফামারী-৩ আসনে বিএনপির প্রার্থী না দিলে স্বতন্ত্র প্রার্থীর ঘোষণা দিলেন জসিনুর রহমান অনিবন্ধিত ৩৩ টি রাজনৈতিক দল একত্রিত হয়ে সম্মিলিত সমমনা জোটের আত্মপ্রকাশ ৫৫ নং ওয়ার্ডে এনসিপি’র গণসংযোগ ও সচেতনতা ক্যাম্পেইন অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ- ৩ আসনে নির্বাচিত হলে, জনগণের খাদেম হিসেবে কাজ করব— নূরুল ইসলাম বুলবুল সাংবাদিক আব্দুল আজিজ মাহফুজ আর নেই গ্লোবাল কনজ্যুমার অ্যান্ড হিউম্যান রাইটস ফোরামের ট্রাস্টি বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভ্যাট আইনের ভয় সংস্কারে কি দূর হয়?

মো. আলীমুজ্জামানঃ / ২৩ Time View
Update : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

মো. আলীমুজ্জামানঃ

বাংলাদেশে রাজস্ব সংক্রান্ত তিনটা শুল্ক ও কর ব্যবস্থা জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে। প্রথমত কাস্টমস হল দেশে থেকে বিদেশে গেলে পাসপোর্টে ডিপার্চার ও ফিরে আসলে এরাইভাল সিলের ন্যায়। শুধু পণ্য আমদানী ও রপ্তানীর সময় কাস্টমস আইন (পণ্যের জীবনে একবার) প্রয়োজন হয়।

দ্বিতীয়ত আয়কর বছরে একবার, সেটা আয়ের উপর নেয়ার কথা থাকলেও শর্ত জুড়ে দেয়া হয়েছে প্রফিটের সাথে। তৃতীয়ত ভ্যাট হল ব্যবসায়ীর প্রতিটা নিশ্বাসে, প্রতিটা বিশ্বাসে। ধরুন, ব্যবসায়ী বাসা থেকে বের হয়ে কোথাও যাবেন, যদি নিজের গাড়ি হলে অকটেনের উপর এক রকম ও গাড়িভাড়া করলে ভ্যাট হার ভিন্ন হবে।

ভাবছেন রিকশা, সিএনজি, উবার বা বাসে তো ভ্যাট হয় না কিন্ত বার্ষিক হিসাব বিবরণী অডিট করলে ট্যুর বা যাতায়াত হিসাবে খরচ দেখালে, ভ্যাট আইনের অজুহাত বা বিবিধ খাতে নিয়ে ১৫% হারে ভ্যাট হওয়ার আছে।

পৃথিবীতে ১৯৬৭-৬৮ সালে জন্ম নেয়া কোন আইন ভীতি হলে দ্রুতার সাথে ১৬০টি দেশে কার্যকর হতো না। ভ্যাট আইন ভীতির নয়, তাহলে আমাদের দেশে কিভাবে ভীতির জন্ম হল? এ প্রশ্নের উত্তর না পেলে জাতীয় রাজস্ব বোর্ডের নাম পরিবর্তন করে জাতীয় সততা বোর্ড বা সংস্কারের নামে চারটা ভাগ করে, চারজন মন্ত্রী বসালেও ভয় দূর হবে বলে মনে হয় না।

আরও পড়ুনঃ “ময়নার বাবা এখন গ্যাঁড়াকলে!”

ব্যবস্যাবান্ধব ও দ্রুতবর্ধনশীল কর আইন কেন বাংলাদেশে মূসক আইন -১৯৯১ সাল থেকে কার্যকর হওয়ার পর ৩৫ বছরে ব্যবসায়ীদের আস্থা অর্জন তো দূরের বিষয়, আরও ভীতির জন্ম হল।

ভ্যাটভীতির জন্য দায়ী প্রচলিত কথা- ব্যবসায়ী ও কর্মকর্তাদের দূর্ণীতি, না আরো ভিন্ন কিছু আছে। পৃথিবীতে মানুষ সুযোগ পেলে দুর্নীতি করা স্বাভাবিক, তাই এটা সমস্যার কারণ হলেও প্রধান না। প্রধান কারণ হিসাবে বিবেচনাযোগ্য স্বাভাবিকতা কিভাবে তৈরী হল। যার জন্য তিনটি প্রশ্নের উত্তর খুঁজতে হবে, প্রথম- ভ্যাট বিশ্বে কিভাবে ব্যবসায়ী বান্ধব হল, দ্বিতীয় – ভ্যাটভীতির মূলে আইন ও প্রয়োগে ভিন্নতা তৈরী হল। তৃতীয় – কিভাবে সমাধান যোগ্য করা যায়। আজ প্রথম প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি।

মূসক আইন-১৯৯১ অনুসারে মূল্য ঘোষণাসহ বিবিধ জটিলতা থাকায়, সেগুলো উত্তরণ ও অটোমেশন চালু করার শর্তে মূসক আইন ২০১২ বলা হলেও ২০১৯-২০ অর্থ বছর থেকে কার্যকর হয়, যা বিশ্বব্যাংক ও আই এম এফ সূত্র মত বিশ্ব মানের।
বিশ্বমানের ভ্যাট নির্ণয়ের সূত্র-আউটপুট ভ্যাট–ইনপুট ভ্যাট = সরকারের পাওনা।

আইন সূত্র অনুসারে বিনিময় মূল্য হল ভ্যাটসহ প্রাপ্তি যার একটা অংশ ব্যবসায়ীর ও অন্য অংশ ভ্যাট হিসাবে সরকারের পাবে। আউটপুট ভ্যাট হল, ধরা যাক, মোট প্রাপ্তি ১০০০ টাকা সেটাকে ভাগ করতে ১০০+১৫ ভ্যাট হার=৮.৬৯ টাকা গুণ করতে হবে ভ্যাট হার ১৫ দিয়ে = ১৩০.৪৩ টাকা আউটপুট ভ্যাট আর ব্যবসায়ীর নেট প্রাপ্তি ৮৬৯.৫৭ টাকা।

আরও পড়ুনঃ  কামনা ও বাসনা  – সাংবাদিক তাছলিমা খন্দকার (নুশরাত)

পূর্বের আইনে চলতি হিসাব থাকলেও বর্তমান বিশ্বব্যাপি গ্রহণযোগ্য পদ্ধতি হল চলতি মাসে বিক্রয়ের বিপরীতে ইস্যুকৃত মূসক চালানসহ সূত্র অনুসারে হিসাব করে ভ্যাট রিটার্ন দাখিল করতে হবে। এ বিশ্ব মানের সূত্র আমাদের আইনে বলা আছে।

ভ্যাট আইন অনুসারে ব্যবসায়ী শুধু তার পণ্য বা সেবার উপর ভ্যাট প্রদান ও হিসাব রক্ষণ করার দায়বদ্ধ। মোট বিক্রয়মূল্য বা বিনিময় মূল্য নির্ধারণ করার দায় ব্যবসায়ীর, তাই তার পণ্য বা সেবার মোট মূল্য নির্ণয় করতে কাঁচামাল+সমস্ত খরচ+প্রফিট+ভ্যাট=বিনিময় মূল্য।

ক্রয় বা সেবা গ্রহণ করা সময়ে মূসক আরোপযোগ্য সকল প্রকার প্রদত্ত মূসক হল ইনপুট ভ্যাট যা আউটপুট ভ্যাটের সাথে সমন্বয় করে যদি সকরারের পাওনা থাকে, তাহলে নগদে পরিশোধ করতে হবে। বিশ্ব ভ্যাট ব্যবস্থায় এ সংক্রান্ত কার্যক্রম এখানে সমাপ্ত।

আরও পড়ুনঃ প্রতারণা ও ধর্ষণের অভিযোগ: মোঃ জিয়াউল ইসলাম সুমনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন

বিশ্ব মানের ভ্যাট আইন ১৫৯ টি দেশের মূসক আইন, আদায় ও পরিশোধে কোন জটিলতা ও ভীতির জন্ম হল না কিন্তু আমাদের দেশে হল কেন? এ প্রশ্নে উত্তর পেতে অপেক্ষা করতে হবে।

প্রমাণ করা যাবে, আইন প্রয়োগের জটিলতা ভীতি তৈরী করে, কেন ব্যবসায়ীগণ শতভাবে চেষ্টা করার পরও ভ্যাট দায় থেকে মুক্তি পাওয়ার জায়গা নাই। ভোক্তাকর হিসাবে ভ্যাট কিভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে। ভ্যাট হার কম হলে কম ভ্যাট প্রদান করা যায়, ব্যবসায়ীর জন্মগত ধারণার সুযোগে চলছে সুবিধা দেয়া ও নেয়ার খেলা।

আমরা চলছি সেই জন্ম সৃষ্টির লক্ষ্যে, উদ্দেশ্য কারো দোষ বা গুণ বলা না। পথ হারালে শুরু করতে হয় সেই শুরু থেকে। আস্থার জন্য সংস্কার সমাধান না, আগে আস্থায় আনার জায়গা বের করে তারপর সংস্কার হবে কার্যকর। না হলে ডিম আগে, না মুরগি আগে- এ চক্রাকারে ঘুরতে হবে সন্দহের দোলাচালে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category