গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে “সুজন ভ্যারাইটিজ স্টোর” নাম ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মোঃ সুজন মিয়া গাইবান্ধা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ জুলাই সকাল ১০টার দিকে সুজন মিয়া তার দোকানে বসে ব্যবসা পরিচালনা করছিলেন। এ সময় তার ভাতিজা মেহেদী হাসান মিন্টু এসে জানায়, “সুজন ভ্যারাইটিজ স্টোর” নামক একটি ফেসবুক আইডি থেকে দোকানের ছবি ব্যবহার করে তার কাছে সমস্যা দেখিয়ে ৫০০ টাকা চাওয়া হয়। সরল বিশ্বাসে মিন্টু উক্ত ফেসবুক আইডির দেওয়া ০১৩৩৯-৫২৫২৩৪ নম্বরে বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেন।পরবর্তীতে আরও কয়েকজন পরিচিত ব্যক্তি জানায়, একই পদ্ধতিতে তাদের কাছেও টাকা চাওয়া হয়েছে। এতে প্রতারণার সুস্পষ্ট প্রমাণ মেলে।
ভুক্তভোগী সুজন মিয়া ধারণা করছেন, কোনো অজ্ঞাতনামা ব্যক্তি বা প্রতারক চক্র ইচ্ছাকৃতভাবে তার ব্যবসার সুনাম ক্ষুণ্ন করতে ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করতে এই ফেসবুক আইডিটি ব্যবহার করছে।
স্থানীয়ভাবে অনুসন্ধান করে প্রতারকের পরিচয় শনাক্তে ব্যর্থ হয়ে তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে গাইবান্ধা সদর থানার একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি নিয়ে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে থানায় অভিযোগ দায়েরের পর পরই ভুক্তভোগী সুজন মিয়া সাংবাদিকদের জানান, তিনি বাড়ি ফিরে হুমকি-ধামকির শিকার হচ্ছেন। অজ্ঞাত নম্বর থেকে ফোন দিয়ে তাকে মামলা তুলে নিতে এবং বিষয়টি নিয়ে বেশি ‘চঞ্চল না হতে’ হুমকি দেওয়া হয়েছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং দ্রুত দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।