ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ভালুকায় যৌথবাহিনীর অভিযানে ছাত্রদলের দুই নেতার বাড়ি থেকে দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই দুই নেতার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার (১৭ জুন) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ৯নং কাচিনা ইউনিয়নের বাটাজোর গ্রামে ছাত্রদলের যুগ্ম সম্পাদক মো. বিজয় মন্ডলের বাড়িতে অভিযান চালায় যৌথবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে একটি ছুরি, একটি চাইনিজ কুড়াল, একটি সুইচ গিয়ার চাকু, দুটি বিদেশি মদের বোতল এবং তিনটি গাঁজার কলকি উদ্ধার করা হয়।
আরও পড়ুনঃ উপকূলীয় জেলাগুলোতে চলমান বৈরী আবহাওয়া ও টানা বৃষ্টিপাতে বাঁধ দেওয়ার কাজ দ্রুত করার অনুরোধ এলাকাবাসীর
তবে অভিযানকালে অভিযুক্ত বিজয় মন্ডল (২৪) এবং একই ইউনিয়নের ছাত্রদল সাধারণ সম্পাদক মো. শাহীন মন্ডল (২৫) কৌশলে পালিয়ে যান। অভিযান শেষে জব্দকৃত আলামত ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ ঘটনায় মডেল থানার এসআই মো. রফিকুল ইসলাম বাদী হয়ে একই রাতে (মামলা নং-৩৪) অস্ত্র আইন ১৯৭৮ (সংশোধিত ২০০২) এর ১৯(এফ) ধারা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ২১/২৫ ধারায় মামলা দায়ের করেন।
স্থানীয়দের অভিযোগ, বিজয় ও শাহীন দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে প্রভাব বিস্তার এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পায় না।
তবে অভিযুক্ত মো. শাহীন মন্ডল অভিযোগ অস্বীকার করে বলেন, “আলামত উদ্ধারের বিষয়ে আমি কিছুই জানি না।” আর বিজয় মন্ডল দাবি করেন, “ঘরে পাওয়া কুড়াল ও চাকু তার মা রেখেছিলেন, বাকি কিছু সম্পর্কে তিনি অবগত নন।”
এ বিষয়ে ভালুকা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লুৎফর রহমান খান সানি বলেন, “তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
উল্লেখ্য, মো. বিজয় মন্ডলের বিরুদ্ধে ২০২২ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ স্থগিত করা হয়েছিল। প্রায় ১০ মাস পর তিনি পুনরায় স্ব-পদে বহাল হন।
ভালুকা ক্যাম্প কমান্ডার জানান, অভিযানে উদ্ধার করা আলামত থানায় হস্তান্তর করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি এমন অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। ভালুকা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, “মামলা রেকর্ড করা হয়েছে, আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”