মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কলেজ রোড গ্রামের বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী আজাহার মিয়ার (৫৫) তার বসত ঘরে গত ১৩ জুন শুক্রবার রাতে আকস্মিক অগ্নিকান্ড দুর্ঘটনা ঘটে।
খবর নিয়ে জানা যায় অগ্নিকান্ড দুর্ঘটনায় দিনমজুর আজাহার মিয়ার ভিটা পুড়ে ছাই। মাথা গুজার ঠাঁই নাই তার। এ ঘটনায় প্রায় কয়েক লক্ষাধিক টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায় তার স্বজন সূত্রে।
শেষ সম্বল হারিয়ে দিশেহারা অসহায় আজারহার মিয়ার বেদনার অার্তনাদ শুনে সুদূর প্রবাস থেকে সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে এসেছেন আমেরিকান প্রবাসি ভবেরচর লক্ষীপুরের কৃতি সন্তান মানবিক মানুষ ইউসুফ আলী দেওয়ান।
আরও পড়ুনঃ লামায় মৌচাক’র ঋণের চাপ সইতে না পেরে মাতামুহুরি নদীতে ঝাঁপ দিলেন গৃহবধূ
দিন মজুর আজাহার মিয়া বড় মেয়ে চাঁদনি বলেন আমার বাবার শত কষ্টে শত পরিশ্রমে তিলে তিলে পুড়ে যাওয়া এইঘর গত বছর তৈরি করেছিলেন। আজ আমার বাবা নিঃস্ব হয়ে গেছেন। নতুন করে ঘর উঠানো মত অবস্থা নেই তার। পরিবারে চলছে শোকের মাতম
এই বিষয়ে ভবেরচর (কলেজ রোড) ইউনিয়নের ০৬ নং ওর্য়াডের মেম্বার ওসমানি গনি সরকার মানিক বলেন আজাহার মিয়া পরিশ্রমি মানুষ ভবেরচর বাজারে সে মৌসুমি ফল বিক্রি করেন।সে ধারদেনা করে কয়েক বছর আগে একটু জায়গা কিনে গতবছর টিনের বাড়িটি তৈরি করে ছিলেন। গজারিয়া উপজেলা নির্বাহী অফিসার কে অগ্নি দুর্ঘটনার বিষয়টি অবগত করেছি।