এম ডি রউফ কাতারঃ
বড় বড় কথা কাজের বেলায় ঘোড়া ডিম পাড়ে যদি সত্যিই দেশকে পরিবর্তন করতে চান তাহলে সবার আগে নিজেকে পরিবর্তন করুন। নিজ কে পরিবর্তন না করে ভালোবাসা অপবিত্র নেতা মনে করি।
দেশের সাফল্য কামনায় ব্রতী হন।আপনার যদি দেশপ্রেম থাকে। দেশ প্রেমিক লোক তো খুজে পাই না। যদি ও পাই কয়েক জন মূখ খূলে না। আমরা কয়েক জন ছাড়া।
দেশ প্রেমিক ছাড়া এই দেশ পরিস্কার করা সম্ভব না।
আরও পড়ুনঃ তারুণ্যের প্রথম ভোট, ধানের শীষের পক্ষে হোক: তারেক রহমান
৭১ সালের লড়াই সংগ্রহ করে দেশ স্বাধীন করা হয়ে ছিলো।৭১ কে বিশ্বাস করি। লক্ষ লক্ষ মা বোন দের ইজ্জত নষ্ট করে এই দেশ স্বাধীন হয়েছে । স্বাধীন দেশ এক বার হয় বার বার হয় না। আমরা বলেছি অপরাধী কে আইনের আওতায় আনেন।
লম্বা বক্তব্য দিতে চাই না। দেশপ্রেমিক এর চেয়ে বুদ্ধি বিবিসি বেশি লুটপাটের কারখানা বেশি। এরা কি দেশ চালাবে আমরা মনে করি না ।