ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জামায়াতের প্রার্থী মাও. মোবারক হোসাইনের ব্যপক গণসংযোগ
এম বাদল খন্দকার (বিশেষ প্রতিনিধি)
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোননীত এমপি প্রার্থী মাওলানা মোবারক হোসাইন ব্যপক গণ সংযোগ চালিয়ে যাচ্ছেন। দাঁড়ি পাল্লা মার্কায় ভোট চাওয়ার পাশাপাশি তিনি সরাইল-আশুগঞ্জ নির্বাচনী এলাকার জনগণের কাছে গিয়ে দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করছেন। সরাইল ও আশুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম ও ওয়ার্ড পর্যায়ে দফায় দফায় মতবিনিময় সভা ও উঠান বৈঠকসহ হাট-বাজার ও দোকান পাটে গিয়ে গণসংযোগ করে সাধারণ মানুষের দোয়া কামনা করছেন।
সর্বশেষ শুক্রবার (২৪ অক্টোবর) দিনব্যপি গণসংযোগের অংশ হিসেবে তিনি সরাইলের কুট্টাপাড়া সেলিম খন্দকার বাজার, সৈয়দটুলা আরব আলী বাজার ও উচালিয়াপাড়া মাছ বাজারে উপস্থিত থেকে গণসংযোগ করেন। এ সময় জামায়াতে ইসলামী সরাইল উপজেলা শাখার আমীর এনাম খান, উপজেলা সেক্রেটারি নুরুজ্জামান জাবেদ ও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া একই দিন বিকালে পানিশ্বর ইউনিয়নে উঠান বৈঠক করে বক্তব্য দেন আমিরে জামায়াত ব্রাহ্মণবাড়িয়া মাওলানা মোবারক হোসাইন।
উল্লেখ্য মাওলানা মোবারক হোসাইন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও ব্রাহ্মণবাড়িয়া জেলা জামায়াতে ইসলামীর আমির ও কেন্দ্রীয় জামায়াতে ইস লামীর শুরা সদস্য। তিনি সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন।