ডেস্ক রিপোর্টঃ
গত ২৩ মে ২০২৫ শুক্রবার দরবারে বেতাগী আস্তানা শরীফ বেতাগী আন্’জুমানে রহমানিয়া কেন্দ্রীয় পরিষদের সম্মানিত চেয়ারম্যান গদীনশীন পিরে তরিকত হযরতুলহাজ্ব মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরাফ শাহ্ মা:জি:আ: সাথে সৌজন্যতা জরুরি বিষয়ে সাক্ষাৎ করেন বেতাগী আন্’জুমানে রহমানিয়া ওমান শাখার পক্ষ থেকে সম্মানিত যুগ্ম মহাসচিব মুহাম্মদ জাহিদুল ইসলাম সিনিয়র সদস্য মোহাম্মদ ইয়াসিন আরাফাত।
এবং সম্মানিত ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মুহাম্মদ আরিফ সহ উপস্থিত হয়ে বিভিন্ন বিষয়ে আলোচনায় প্রবাসী ভাইদের আন্তরিকতা সাংগঠনিক বিষয়াদি এবং হুজুর কেবলা প্রবাসী বেতাগী বাসীর খবরা খবর নেন ।
গত পবিত্র রমজান শরীফ ঈদুল ফিতর উপলক্ষে বেতাগী আন্’জুমানে রহমানিয়া ওমান শাখার মাধ্যমে আপনাদের দেওয়া মূল্যবান অর্থ আমানত ভালোবাসা আনুষ্ঠানিক হস্তান্তর করা হয়।
উল্লেখ্য গত ১৭ পবিত্র রমজান শরীফ বদর দিবস উপলক্ষ্যে দরবারে বেতাগী আস্তানা শরীফে আয়োজিত তাৎপর্য ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত ভাইস-চেয়ারম্যান এবং বেতাগী আন্’জুমানে রহমানিয়া ওমান শাখার উপদেষ্টা মুহাম্মদ করিম উদ্দিন এবং রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের সম্মানিত সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ বেলাল উদ্দিন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন।