রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুরের বীরগঞ্জে মঙ্গলবার (২৪ জুন) সকাল ১১টায় ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব তানভীর আহমেদ।
আরও পড়ুনঃ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহযোগিতায় ময়মনসিংহ বিভাগে অলিম্পিক ডে উদযাপন
সভায় উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজ সুলতানা। এসময় টাস্কফোর্স কমিটির সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে করণীয় বিষয়ে আলোচনা হয় এবং আগামিদিনে আইন বাস্তবায়নে আরও কার্যকর ভূমিকা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করা হয়।