শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

বিদায় লগ্নে সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত কাঁচপুর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান

রিপোর্টার নাম
পাবলিশ: শনিবার, ৯ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টর : কাচঁপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ গত ১৩ সেপ্টম্বর- ২০সালে যোগদান করেন দাযিত্বশীল বিচক্ষন ও মানবিক অফিসার মোঃ মনিরুজ্জামান।শনিবার শেষ কর্মদিবসে বিদায় লগ্নে সাংবাদিকদের অফুরন্ত ভালোবাসায় এক এক ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান স্বচ্ছতা ,নৈতিকতার দায়িত্ববান ও দায়িত্বকর্তব্য পরায়ন ন্যায়নীতি বান ব্যাক্তিত্ব সম্পন্ন হাইওয়ে পুলিশ অফিসার ইনচার্জ সফল ও সফলতার কর্মকান্ডারী মনিরুজ্জামান ভাইকে। তিনি আজীবন সাংবাদিকদের ভালোবাসায় সিক্ত থাকবেন স্পষ্ট ও সত্যবাদিতা কঠোর সাহসিকতা কর্মদক্ষতা ন্যয় সঙ্গত কাজের দৃষ্টান্ত স্থাপনকারী মহান মানবিক অফিসার মনিরুজ্জামান ভাই।চোখের পলকে প্রায় ১বছর ১ মাস শেষ করে কাচঁপুর হাইওয়ে থানার রুপ পরিবর্তন পরিবর্ধন সু-সজ্জিত করণ এক মাইলফলক সফলতার কর্মকান্ড উদাহরণ হিসাবে কাচঁপুর থানার মানুষের কাছে এবং অন্যান্য পুলিশ অফিসারদের মহানুবতার দৃষ্টান্ত হয়ে থাকবে। বিদায় লগ্নে অন্যান্য অফিসারদের আবেগ কান্নায় বিদায় মূর্হত এক চিরস্বরণীয় হয়ে স্মৃতির পাতায় চির অমলিন হয়ে থাকবে।তিনি সবসময় হাসি মাখামুখে কথা বলতেন ,আবেগ ভরা ভালোবাসা ছিল সকলের প্রতি। দায়ির্ত্ব কর্তব্য পরায়নতা ছিলেন কঠোর যখন কোন যানজট দেখতে পেতেন তখন তিনি সরেজমিনে গিয়ে উপস্থিত হয়ে যেতেন । কখনও স্বশরীলে আবার কখনও ফোন এর মাধ্যমে তিনি দায়িত্বকর্তব্য থাকা অফিসারকে বলতেন এ সমস্যা আছে তৎক্ষনাথ সমাধান করে ফেলতেন । রাতদিন পরিশ্রম করে মহাসড়কে এক পর্যায়ে যানজট নিরসনে বিরাট ভুমিকা ও মাইলফলক দৃষ্টান্ত স্থাপন করেন।আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন সবসময় তিনি অতিরিক্ত আইজিপি মল্লিক ফখরুল ইসলাম স্যার ও এসপি আলী আহম্মদ খানঁ স্যার এর নির্দেশ মোতাবেক ও আদেশ পালনে যথাযথ সম্মান ও মর্যদায় সম্পূর্নতা রক্ষা করে দায়িত্ব কর্তব্য পালনে অক্ষুন্ন ভুমিকা পালন করতেন।তার কর্মেকান্ডে সাংবাদিক মহল ভালোবাসায় সিক্ত ছিলেন।তিনি সাংবাদিকদের মনের সিংহাসনে চির অমলিন হয়ে থাকবেন। তার কর্মকান্ডে ও সেবায় নীতি ও আর্দশ সততার প্রতীক হিসাবে কাচঁপুর হাইওয়ে থানার মানুষের কাছে চির স্বরনীয় স্মৃতিময় হয়ে থাকবে।


এই বিভাগের আরও খবর