শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

বিএনপির চক্রবদ্ধ সিন্ডিকেটে জিম্মি সোনালী ব্যাংক,দলে ভিড়ছে আওয়ামী দোসর

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ২৫ জুন, ২০২৫
বিএনপির চক্রবদ্ধ সিন্ডিকেটে জিম্মি সোনালী ব্যাংক,দলে ভিড়ছে আওয়ামী দোসর

পাভেল ইসলাম মিমুল স্টাফ রিপোর্টার:

রাজশাহীর রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক পিএলসিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে আওয়ামী দোসরদের একাধিক চাঁদাবাজি ও সিন্ডিকেট ঘনিষ্ঠ গোষ্ঠী। গত বছর ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের দীর্ঘদিনের একনায়কতান্ত্রিক সরকার পতনের পর দেশজুড়ে এক ধরনের আশার আবহ তৈরি হলেও, রাজশাহীর সোনালী ব্যাংকে সেই পরিবর্তনের ছোঁয়া পৌঁছায়নি। বরং,নতুন মুখোশে পুরনো সিন্ডিকেট ফের সক্রিয় হয়ে উঠেছে—এই সিন্ডিকেট চক্রের মূল হোতা হচ্ছেন আওয়ামী ঘনিষ্ঠ মো. আব্দুল আউয়াল ও বিএনপি ঘনিষ্ঠ মো. জাকির হোসেন।

গত রবিবার (২২ জুন) ব্যাংকের অভ্যন্তরীণ সূত্রে জানা যায়, সিবিএ-২০২ এর সহ-সভাপতি ও বিতর্কিত নেতা মো. আব্দুল আউয়ালকে আবারও রাজশাহী জোনে ফিরিয়ে আনার লক্ষ্যে সিবিএ-৬৬৪ এর কেন্দ্রীয় সভাপতি জাকির হোসেন ঢাকা থেকে একটি দল নিয়ে রাজশাহীতে আগমন করেন।তাদের উদ্দেশ্য ছিল—জেনারেল ম্যানেজার খোকন চন্দ্র বিশ্বাসের ওপর চাপ প্রয়োগ করে বদলির আদেশ কার্যকর করানো।

অভিযোগ রয়েছে, এই তৎপরতার পেছনে রয়েছে বিপুল পরিমাণ অর্থ লেনদেন এবং উচ্চপর্যায়ের প্রভাব বিস্তার। বিশ্বস্ত কর্মকর্তারা জানান, খোকন চন্দ্র বিশ্বাসের সঙ্গে একাধিকবার বৈঠকে বসে তারা “রিকোয়েস্ট অর্ডার” জমা দিয়ে সরাসরি বদলির চাপ প্রয়োগ করেন।

তবে এটাই প্রথম নয়—সিবিএ-৬৬৪-এর সভাপতি জাকির হোসেনের বিরুদ্ধে এর আগেও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। তিনি ব্যাংকের বিভিন্ন শাখার স্টাফদের কাছ থেকে টাকা আদায়ের অভিযোগে পুলিশের হাতে গ্রেফতার হয়ে জেলও খেটেছেন।

এই তথ্য ব্যাংকের অভ্যন্তরীণ নথিপত্রেও স্পষ্টভাবে লিপিবদ্ধ রয়েছে। সংশ্লিষ্টদের প্রশ্ন—একজন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কীভাবে এখনও কেন্দ্রীয় সভাপতির আসনে বহাল থাকেন?

আরও পড়ুনঃ বালুয়াকান্দী ডা: আব্দুল গাফ্ফার স্কুল এন্ড কলেজের এডহক কমিটি গঠন

জানা গেছে, জাকির হোসেনের চাঁদাবাজি কৌশল অনেকটাই সংগঠনের নামে চাঁদা তোলা। ব্যাংকের বদলি, পদোন্নতি ও প্রশিক্ষণ ইস্যুতে নিয়মিত মোটা অঙ্কের টাকা দাবি করতেন তিনি। এসব অভিযোগ ব্যাংকের প্রশাসনিক কর্মকর্তারা একাধিকবার লিখিতভাবে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলেন, কিন্তু সিন্ডিকেটের প্রভাবের কারণে অভিযোগগুলো মুলতবিতেই থেকে যায়।

বিশ্লেষকরা বলছেন, এই সিন্ডিকেট শুধু অর্থনৈতিক নয়—এটি এক ধরনের ক্রিমিনাল পলিটিকাল নেটওয়ার্ক। এখানে রাজনীতির ব্যানারে ঘটা করে চাঁদাবাজি চলে, বদলি-বাণিজ্য চলে। আউয়াল-মুজাহার-জাকির হোসেনদের মতো লোকেরা ব্যাংকের মত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে নিজ নিজ অপরাধমূলক স্বার্থ পূরণ করে চলেছে।

গতবছর গণঅভ্যুত্থানের সময় সোনালী ব্যাংকের রাজশাহী অঞ্চলে চলমান ছাত্র-জনতার বিক্ষোভে সশস্ত্র আক্রমণের নেতৃত্ব দেন এই আব্দুল আউয়াল ও মুজাহার আলী। হামলায় গুরুতর আহত হয় ছাত্র ও জনতা। সেই অপরাধের জন্যই তাদের পরে পাবনায় বদলি করা হয়। অথচ, এখন জাকির হোসেন তাদের ফের রাজশাহীতে ফিরিয়ে আনতে মরিয়া হয়ে উঠেছেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা একে “চক্রবদ্ধ অপরাধমূলক সিন্ডিকেটের পুনর্জাগরণ” হিসেবে অভিহিত করছেন।

এই সিন্ডিকেটের আরেকটি ভয়ংকর দিক হলো—বদলি বাণিজ্য। নিরপেক্ষ কর্মকর্তা যারা সিন্ডিকেটের বাইরে থাকেন, তাদের বদলি করে দূরবর্তী ও নিম্নক্ষমতা সম্পন্ন শাখায় পাঠানো হয়। বিশেষ করে যারা ৫ আগস্টের গণঅভ্যুত্থানে সমর্থন জানিয়েছিলেন বা ছাত্র-জনতার পাশে দাঁড়িয়েছিলেন, তাদেরকে নানা কৌশলে হয়রানি করা হচ্ছে।

গত সোমবার (২৩ জুন) একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা ভাবছিলাম, বদলির নামে প্রতিশোধপরায়ণতা বন্ধ হবে। কিন্তু এখন আবারও দেখা যাচ্ছে, রাজনৈতিক দালালরা নিজেদের অবস্থান নিশ্চিত করতে টাকা ছড়াচ্ছে, ভয় দেখাচ্ছে।”

অন্যদিকে, সিন্ডিকেট সদস্যদের পরিচয়ও চমকে দেয়ার মতো। বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও প্রিন্সিপাল অফিসের এজিএম এ এইচ মাহমুদুন্নবী, বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা ও প্রিন্সিপাল অফিসের ডিজিএম মো. কামরুজ্জামান, বঙ্গবন্ধু পরিষদের সহ-সভাপতি ও জিএম অফিসের এজিএম জয়ন্ত কুমার সরকার, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও কর্পোরেট শাখা আইটি সিনিয়র অফিসার

মো. আবিদ হাসান, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদের সাংগঠনিক সম্পাদক ও ট্রেনিং ইন্সটিটিউট সিনিয়র অফিসার মোছা. নুরজাহান শিউলিসহ আরও অনেকেই প্রিন্সিপাল অফিস ও জিএম অফিসে কর্মরত থেকেও সিন্ডিকেটের ছায়া বিস্তার করছেন। এরা প্রত্যেকে প্রভাব খাটিয়ে পছন্দের লোক বসাচ্ছেন, অপছন্দেরদের সরাচ্ছেন, এবং নিজস্ব দলে চাঁদা সংগ্রহের দালাল নিয়োগ দিচ্ছেন।

সোনালী ব্যাংক এমপ্লয়ীজ এসোসিয়েশনের নেতাদের একাংশও এই সিন্ডিকেটে যুক্ত বলে অভিযোগ উঠেছে। শাহে আলম, হাবিবুর রহমানসহ একাধিক নেতা আউয়ালকে ফিরিয়ে আনতে ব্যক্তিগত যোগাযোগ, রাজনৈতিক চাপ ও অর্থের লেনদেনে যুক্ত বলে দাবি করছেন জিয়া পরিষদের নেতারা।

মঙ্গলবার (২৪ জুন) এই প্রসঙ্গে জিএম খোকন চন্দ্র বিশ্বাস সাংবাদিকদের জানান, “আদেশ দেওয়ার মতো কিছু হয়নি। তবে কিছু লোক চাপ দিচ্ছে। আমরা আদেশ না দিয়ে বিষয়টি আটকে রেখেছি।”
সোনালী ব্যাংকের এজিএমের কক্ষে প্রতিবেদকের উপস্থিতিতে সিবিএ সভাপতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাকির হোসেনের পক্ষ থেকে উপস্থিত থাকা দুজন এজিএমকে বদলী আদেশ সম্পন্ন করতে জোর করার দৃশ্য ফুটে ওঠে।

এবিষয়ে সিবিএ সভাপতি কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. জাকির হোসেন জানান, তাঁরা রাজশাহীতে কর্মচারী সমাবেশ করতে এসেছেন। বদলী সংক্রান্ত বিষয় গোপনীয় হওয়ায় তিনি সন্ধ্যার পর যেখানে উঠেছেন সেখানে সাক্ষাৎ করতে বলেন।

বিশ্লেষকেরা বলছেন, “এই পরিস্থিতি ব্যাংকিং খাতের নিরাপত্তা এবং জনআস্থার জন্য মারাত্মক হুমকি। যে কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সিন্ডিকেট চালানো মানে জনগণের সম্পদকে জিম্মি করা। আইন-শৃঙ্খলা বাহিনী, দুর্নীতি দমন কমিশন এবং মন্ত্রণালয়ের উচিত অবিলম্বে হস্তক্ষেপ করা।”

সোনালী ব্যাংকের মতো আর্থিক প্রতিষ্ঠান যদি চাঁদাবাজ ও দোষী ব্যক্তিদের জন্য উন্মুক্ত থাকে, তাহলে রাষ্ট্রের বিরুদ্ধে এটাই হবে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা।


এই বিভাগের আরও খবর