রবিবার, ১৩ জুলাই ২০২৫, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনমঃ
এনসিপি ইনসাফের ভিত্তিতে দুর্নীতি ও বৈষম্যহীন রাষ্ট্র গড়তে চায় ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো

বাগমারায় মহুরী সাজেদুরকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রিপোর্টার নাম
পাবলিশ: সোমবার, ১৬ জুন, ২০২৫
বাগমারায় মহুরী সাজেদুরকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদকঃ

রাজশাহীর বাগমারা উপজেলার কালীগঞ্জ বাজারে মহুরী সাজেদুর রহমানকে কেন্দ্র করে প্রকাশিত সংবাদ—যা দৈনিক সানশাইন ও অনলাইন নিউজ পোর্টাল পদ্মাটাইমসসহ বেশ কিছু সংবাদ মাধ্যমে “পুর্ব শত্রুতার জেরে গণধোলাইয়ের শিকার মহুরী” শিরোনামে প্রকাশিত হয়েছে—তা পুরোপুরি একতরফা,ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন ভুক্তভোগী সাজেদুর রহমান।

সাজেদুর রহমান জানান, তিনি রাজশাহী জর্জ কোর্টের এক সম্মানিত উকিলের অধীনে দীর্ঘদিন ধরে আইনজীবী সহকারী হিসেবে সুনামের সঙ্গে কাজ করছেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে গেলে আগে থেকে তার্গেট করা কালীগঞ্জ বাজারে আশে পাশের চাঁদাবাজ চক্র,তাদের বিরুদ্ধে একাধিক চুরি,ছিনতাই সহ চাঁদাবাজি মামলা আছে এবং ৫ আগষ্টের দিন বিকেল থেকে বাজারের বিভিন্ন দোকানদার সহ এলাকার বিভিন্ন লোকের কাছে চাঁদা নেওয়ার থেকে শুরু করে বিভিন্ন অপকর্মে লিপ্ত এই চক্রটি।

বাজারে এই চাঁদাবাজ চক্রের এজেন্ট হিসেবে বেলাল উদ্দীন নামে এক নাইটগার্ডের সাজেদুরের পেছনে দাড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মেরে ফেলার জন্য কাকে যেন ফোন দিয়ে ঘটনাস্হলে আসতে বলে উক্ত বিষয় নিয়ে উভয়ের মধ্যে কথা বার্তা ও বাক বিকন্ড হয়।

তখন সোহাগ এসে অতরকিত ভাবে হামলা করে এবং আমির চক্রদ্বয় বিভিন্ন হুমকি দেয়, চাঁদা দাবী করে এবং চাঁদা না দিয়ে যদি বাজারে আসি তাহলে খবর আছে হুমকি দেয়,উক্ত চাঁদা দাবিকে কেন্দ্র করে পূর্বপরিকল্পিতভাবে আমির ও তার সহযোগীরা বুধবার রাতে বাজারে উপস্থিত সাজেদুরকে রাশেদের দোকানে বসা অবস্থায় দেখিতে পাইলে হঠাৎ করেই দলবদ্ধভাবে হামলা চালিয়ে তাকে বলে চাঁদা দিয়ে বাজারে এসেছিস কার সাহসে বলে অতরর্কিত ভামে মারধর করে এবং

লোকজন বাধা প্রদানের জন্য এগিয়ে আসলে তাদের লাশ ফেলে দিবে বলে হুমকি দেয়, চাঁদাবাজদের মারধরের কবল থেকে নিজেকে রক্ষা করে কোন মতে জীবন নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেয়।

সাজেদুর রহমান বলেন উক্তঘটনা আমি নিজেই থানায় লিখিত অভিযোগ করেছি। অথচ, বিভিন্ন সংবাদমাধ্যমে উল্টো আমাকে অভিযুক্ত করে সংবাদ পরিবেশন করা হয়েছে। এতে আমার সামাজিক মর্যাদা ও পেশাগত সম্মান ক্ষুণ্ণ হয়েছে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকতা হলো তথ্যের নিরপেক্ষ অনুসন্ধান ও উপস্থাপনা। অথচ, কোনো প্রকার আমার বক্তব্য না নিয়েই আমাকে ‘নাইটগার্ডকে মারধরকারী’ হিসেবে তুলে ধরা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।” প্রকৃতপক্ষে বেলালকে ঔ চাঁদাবাজ চক্র টাকার বিনিময়ে ব্যবহার করেছে।

আরও পড়ুনঃ শুভ জন্মদিনের শুভেচ্ছা- মোঃ ইফতেখারুল ইসলাম সিরাজুল

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামের বক্তব্যও যথাযথভাবে যাচাই করা হয়নি বলে তিনি দাবি করেন। “ওসি সাহেব বলেছেন উভয় পক্ষ অভিযোগ করেছে, তাহলে কেন সংবাদে কেবল আমাকে দোষারোপ করে লেখা হলো?” — প্রশ্ন করেন সাজেদুর।

এ অবস্থায় তিনি সংবাদ সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি অনুরোধ জানান,তারা যেন সত্যতা যাচাই করে,তার বক্তব্য যুক্ত করে এবং ভুল তথ্য পরিবেশনের জন্য দুঃখপ্রকাশ করে সংশোধিত প্রতিবেদন প্রকাশ করে।

সাজেদুর রহমান সংবাদটি প্রত্যাহার এবং সংশ্লিষ্ট সাংবাদিক ও পত্রিকার সম্পাদকদের ক্ষমা প্রার্থনার দাবি জানান। পাশাপাশি তিনি আইনগত ব্যবস্থাও গ্রহণ করবেন বলে জানান,যদি তার মানহানিকর ও উদ্দেশ্যপ্রণোদিত এই সংবাদটি প্রত্যাহার না করা হয়।


এই বিভাগের আরও খবর