এম এ রউফ কাতারঃ
সম্রাট আওরঙ্গজেবের রাজত্বের শেষের দিকে, সাম্রাজ্য প্রায় ভেঙে পড়েছিল, এবং তার নিপীড়নমূলক ধর্মীয় আইন এবং সহনশীলতার অভাব একসময়ের শক্তিশালী সাম্রাজ্যের উপর প্রভাব ফেলতে শুরু করে, যা পতনের দিকে এগিয়ে যেতে শুরু করে।
১৭০৭ খ্রিস্টাব্দে তার মৃত্যুর মাধ্যমে তার রাজত্বের অবসান ঘটে।
লোভে পাপ পাপে মৃত্যু অনিবার্য। গনতন্ত্র বূঝে না পক্ষ ধরে কথা কয়। এরা কারা জানতে ইচ্ছা করে।
আরও পড়ুনঃ সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) কর্তৃক বিপুল পরিমান ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক
মৌলিক অধিকার বূঝে না লূট পাট বূঝে। পক্ষে কথা বলা বন্ধ করতে চাই। যাহারা বড় বড় আওয়াজ ওয়ালা দৃষ্টি আকর্ষণ করছি। এই সব আওয়াজ চলে না। ৫৪ বছর ধরে কি দেখছেন।
পাহাড় পর্বতে ওঠা-নামা কঠিন দৌড়ে প্রথম। এই দেশ স্বাধীন বাংলা দেশ ৭১ সালে লড়াই সংগ্রহ করে দেশে স্বাধীন হয়েছে। লক্ষ লক্ষ মা বোন দের ইজ্জত নষ্ট করে।
আমরা ৭১ কে বিশ্বাস করি।