নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সর্বজনীন দলের চেয়ারম্যান ও স্মার্ট বাজার লিমিটেডের চেয়ারম্যান মোঃ আবুল হাসেমের বড় বোন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন এবং শেষ পর্যন্ত নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে পরিবারসহ রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মরহুমার অকাল প্রয়াণে বাংলাদেশ সর্বজনীন দল গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। দলীয় নেতৃবৃন্দ বলেছেন, তিনি ছিলেন অত্যন্ত ধর্মপ্রাণ, সৎ, এবং মায়াবতী একজন নারী। তার মৃত্যুতে একটি উজ্জ্বল আলোকবর্তিকা নিভে গেল।
চেয়ারম্যান মোঃ আবুল হাসেম দেশবাসীর নিকট তার বড় বোনের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া চেয়েছেন। তিনি জানান,
“আমাদের পরিবারের এই কঠিন মুহূর্তে আপনাদের দোয়া-সহমর্মিতাই আমাদের শক্তি। আল্লাহ যেন আমার বোনকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”
আল্লাহ তাআলা মরহুমাকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং শোকাহত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন—আমিন।