নিজস্ব প্রতিবেদক:
দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন মাত্রা যোগ করতে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল বাংলাদেশ সর্বজনীন জোট (BSJ)। রাজধানীর রামপুরায় অবস্থিত জোটের হেড অফিস— বাসা-৩৬০/১ (২য় তলা), ডিআইটি রোড, রামপুরা, ঢাকা-১২১৯ —এ অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নতুন রাজনৈতিক শক্তির যাত্রা শুরু হয়।
বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম এবং মহাসচিব প্রফেসর ড. শরীফ সাকি সংগঠনের মূল উদ্দেশ্য, আদর্শ ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে জানান, জোটের লক্ষ্য হলো একটি ন্যায়ভিত্তিক, মানবিক, দুর্নীতিমুক্ত ও সমতাভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা।
চেয়ারম্যান আবুল হাসেমের বক্তব্য
তিনি বলেন,
“বাংলাদেশ সর্বজনীন জোট জনগণের প্ল্যাটফর্ম। এখানে বিভেদ বা দলাদলি নয়—একতা, ন্যায়, মানবিকতা ও উন্নয়নই হবে আমাদের রাজনীতির ভিত্তি। দেশের মানুষ একটি ইতিবাচক পরিবর্তন চায়, আমরা সেই পরিবর্তনের বাহক হতে চাই।”
মহাসচিব প্রফেসর ড. শরীফ সাকির বক্তব্য
তিনি বলেন,
“আমাদের রাজনৈতিক সংস্কৃতিকে কলুষমুক্ত করতে হলে জ্ঞান, সততা ও মানবিকতাকে সামনে আনতে হবে। বাংলাদেশ সর্বজনীন জোট সেই লক্ষ্যেই কাজ শুরু করেছে। আমরা এমন একটি সমাজ গড়তে চাই যেখানে প্রত্যেক নাগরিক নিরাপদ, সম্মানিত ও সমান সুযোগের অধিকারী হবে।”
জোটের লক্ষ্য ও উদ্দেশ্য
সুদৃঢ় গণতন্ত্র প্রতিষ্ঠা
দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান
শিক্ষা, স্বাস্থ্য ও প্রশাসনে স্বচ্ছতা
মানবাধিকার সুরক্ষা ও আইনের শাসন প্রতিষ্ঠা
তরুণদের নেতৃত্ব বিকাশ
জনমুখী উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন
অনুষ্ঠানে বিভিন্ন পেশার প্রতিনিধি, তরুণ সমাজ, শিক্ষক, সামাজিক সংগঠকসহ বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সবাই মনে করেন, নতুন এই জোট দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বাংলাদেশ সর্বজনীন জোটের নেতৃত্ব ঘোষণা দেয়, তারা শান্তি, সুশাসন, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে চায় এবং খুব শীঘ্রই সারাদেশে তাদের সংগঠন স্থাপন করবে।