সুজিত মজুমদার বগুড়া জেলার ক্রাইম প্রতিনিধিঃ
বগুড়া গাবতলী সোনারাই ইউনিয়ন আটাপাড়া বাজারে খাদ্য বান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজি দরে চাল বিক্রয়ের উদ্বোধন করা হয়েছে।
আরও পড়ুনঃ ময়মনসিংহে ৪৭তম বিসিএস প্রিলির প্রস্তুতিমূলক সেমিনার
বৃহস্পতিবার (১৮সেপ্টেম্বর ২৫ইং) সকাল ১৫ টায় চাল বিক্রয়ের শুভ উদ্বোধন করেন ডিলার মোঃ দৌলাত জামান,মোঃফেরদৌস,মোঃবিটুল,মোঃ রবিউলসহ আরো আনেকে প্রমূখ।