আরাফাত রহমান,স্টাফ রিপোর্টার বগুড়া ঃ
বগুড়া জেলায় গোয়েন্দা শাখার এসআই জাহাঙ্গীর কবির এর নেতৃত্বে ডিবির একটি চৌকস দল ২৮/০৬/২০২৫ খ্রি. রাত্রী ০০.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার সদর থানাধীন বৃন্দাবন দক্ষিণ পাড়াস্থ ডোমের গড় এলাকায় জনৈক রিফাতের বাড়ির পশ্চিম
পার্শ্বে পাকা রাম্তার উপর অভিযান পরিচালনা করে আসামী মোঃ সিরাতুন্নবী সিরাত (১৯), পিতা-মৃত আতিকুল ইসলাম বুলবুল, মাতা-মোছাঃ রাবেয়া বেগম, সাং-বৃন্দাবন দক্ষিণপাড়া, থানা ও জেলা-বগুড়াকে আটক করেন।
আরও পড়ুনঃ মধুপুরে মেম্বার ফোরামের আয়োজনে ঈদ পুনর্মিলণী অনুষ্ঠিত
আটককালে ধৃত আসামীর দেওয়া তথ্য মোতাবেক আসামীর উত্তর দুয়ারী ছাদ ঢালাই বাড়ীর পূর্ব দক্ষিণ কোনে শয়ন ঘরের মেঝেতে তোষকের নিচে ০১(এক) টি লোহার তৈরি একপাশ ধারালো ছোরা উদ্ধার পূর্বক জব্দ করেন।
ধৃত আসামী এলাকায় কিশোর গ্যাং তৈরি করে এলাকায় চুরি, ছিনতাই মাদকসহ বিভিন্ন অপকর্ম পরিচালনা করিয়া আসছিলো। প্রকাশ থাকে যে, ধৃত আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে অস্ত্র আইনে ০১টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।
উল্লেখ্য যে, ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।