মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টারঃবগুড়া গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নে বাইগুনী চকপাড়া গ্রামের পূর্বের শত্রুতার জের ধরে পিতাঃমোঃরিফাতের ছেলে গাবতলী রেলও কর্মচারী মোঃশহিদুল ইসলাম (৩০) নামে এক যুবক গুরুতর আহত হয়েছে।
বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃশহিদুল ইসলাম এর পরিবার ও মোঃসালাম পিতাঃমোঃদুলু গ্রামঃদক্ষিণ সারাতলী ইউনিয়ন নেপালতলী দীর্ঘদিন ধরে বিরোধ ছিলো এ নিয়ে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল।এর জের ধরে বুধবার সন্ধ্যায়৭টার সময় তার গাবতলীরেলওয়ে স্টেশন অফিসের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এ সময় কতিপয় ব্যক্তির ধারালো অস্ত্রের আঘাতে মোঃশহিদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য আহত শহিদুল ইসলামি কে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে।
ভর্তি করা হয়েছে।