মোজাফফর রহমান সিনিয়র রিপোর্টার ঃআগামী জাতীয় নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে গাবতলী সদর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর, শুক্রবার বিকাল ৪টায় লাঠিগঞ্জ কলেজ প্রাঙ্গণে এ প্রস্তুতি সভা হয়।
সভা শুরুর আগে ইউনিয়ন ছাত্রদলের নেতৃত্বে এক বৃহৎ মিছিল লাঠিগঞ্জ কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সারোটিয়া মেইন রাস্তা প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্রদল, যুবদল ও বিএনপির শতাধিক নেতাকর্মী অংশ নেন, ফলে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক রিমন হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন খান সাগর।
প্রধান আলোচক ছিলেন জেলা ছাত্রদলের অর্থ বিষয়ক সম্পাদক মুসাদ্দিকুর রহমান রক্মি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সদস্য ইসপাকুর রহমান পাপ্পু, মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মিনহাজ ইসলাম, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার বাদল, উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক দৌলত জামান, সহ-সাধারণ সম্পাদক তন্ময় সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।