মোঃ মোশাররফ হোসেনঃ
ফ্যাসিষ্টদের পতন ঘটানোর কি দরকার ছিল? কি লাভ হয়েছে ৭১ ও ২৪ এর স্বাধীনতা এনে? পাকিস্থানীরা আমাদের উপর জুলুম-হত্যা,নির্যাতন করেছিল।
তেমনি ফ্যাসিষ্টরাও তাই করেছিল। বরং গুম-খুন একটু বেশীই করেছিল। ওরা চাঁদাবাজি,
দখলবাজি,টেন্ডারবাজি আলেম নির্যাতন, ভোটবাজি, দলবাজি,পদ ক্রয়-বিক্রয়,
রাজাকারের তকমা,পুলিশবাজি, বিশ্রী শ্লোগান ইত্যাদি সবই করেছিল।
আরও পড়ুনঃ রাজিবপুর উপজেলা মোহনগঞ্জে মাদকবিরোধী অলোচনা পথসভা অনুষ্ঠিত
এ জন্য ৭১ এ জীবন দিয়ে আমরা পাকিস্থানীদের পরাস্ত করেছিলাম। আর ২৪ শে অনেক ছাত্র-জনতার জীবনের বিনিময়ে দ্বিতীয় স্বাধীনতা পেলাম।
কি পরিবর্তন হয়েছে আমাদের চরিত্রের? কোন অপকর্মটি বন্ধ হয়েছে?
নাকি শুধু চেহারার পরিবর্তন হয়েছে!! চরিত্র সব একই।
আমরা বাঙালীরা কি রোজ কেয়ামত এর আগেও মানুষ হতে পারবো না ???
সহ সভাপতি বাংলাদেশ সর্বজনীন দল কেন্দ্রীয় কমিটি।