ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ছয়জন, আহত হয়েছেন আরও অন্তত পাঁচজন। শুক্রবার (২০ জুন ২০২৫) রাত আনুমানিক পৌনে ৯টার দিকে পৌর শহরের কাজিয়াকান্দা চরপাড়া এলাকায় যাত্রীবাহী বাস ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল পরিণত হয় এক মৃত্যুকূপে।
পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক তথ্যে জানা গেছে, নিহত ও আহত ব্যক্তিরা সবাই মাহেন্দ্রর যাত্রী ছিলেন। সংঘর্ষটি এতটাই প্রচণ্ড ছিল যে মাহেন্দ্রটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয় বলে ধারণা করছে পুলিশ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পরে ক্ষুব্ধ জনতা উত্তেজিত হয়ে ওঠে। তারা দ্রুত ঘটনাস্থলে জড়ো হয়ে দুর্ঘটনাকবলিত বাসে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই দাউদাউ করে জ্বলতে থাকে বাসটি। আগুনের তীব্রতা এতটাই ছিল যে পুরো সড়কজুড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুনঃ ভালুকায় শুরু হলো জাতীয় ফল মেলা
পুলিশ সুপার কাজী আখতার উল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা এখন পর্যন্ত ৬ জন নিহত হওয়ার তথ্য পেয়েছি। আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি। জনতার ক্ষোভ ও বিক্ষোভকে শান্ত রাখার চেষ্টা চলছে।”
এদিকে, ফুলপুর ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন,
“আমরা খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। বাসে আগুন লাগানো হয়েছিল, দমকল কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগানোটি পুরো সড়কে যানচলাচল বন্ধ করে দেয়। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে আরও প্রাণহানি না ঘটে।”
সাধারণ মানুষ বলছেন,
“এই রাস্তায় প্রায়ই দুর্ঘটনা হয়। ঘনঘন বাস চলে, আর মাহেন্দ্র-সিএনজিগুলো গাদাগাদি করে যাত্রী তোলে। কোনো নিয়মকানুন মানে না। প্রশাসনের নজরদারি না বাড়ালে এমন মর্মান্তিক মৃত্যু আরও ঘটবে।”
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে দূর থেকে বিস্ফোরণের মতো শব্দ শোনা যায়। এরপরই শুরু হয় চিৎকার-চেঁচামেচি আর ধোঁয়ার কুণ্ডলী।
পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখনো সড়ক আংশিকভাবে বন্ধ রয়েছে, যান চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ ঘটনায় ফুলপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশের পাশাপাশি সড়ক পরিবহন কর্তৃপক্ষও তদন্ত শুরু করেছে।
এই ভয়াবহ দুর্ঘটনা ফুলপুর তথা গোটা ময়মনসিংহবাসীর হৃদয় কাঁপিয়ে দিয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত ও তাদের পরিবারের খোঁজে কাজ করছে প্রশাসন।