ড. রাজু আহমেদ দিপুঃ
সবাই চুরি করে যদি নির্বাচন দিয়ে পালাতে চান তাহলে আপনাদের ঘাড় ধরে প্রতিটি দুর্নীতির বিচার করা হবে! সকলের আমলনামা আছে। প্রতিটি অন্যায়ের জন্য আপনারা দায়ী।গণঅভ্যুত্থান আপনাদের জন্য হয়নি।
প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার ও সমান অধিকার নিশ্চিত করার জন্য হয়েছে।
সকল দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা ও বিচার করতে হবে। গত ৫৪ বছরের নাগরিক নির্যাতন বন্ধ করতে হবে।
আরও পড়ুনঃ চট্টগ্রামের সিআরবি’র ঐতিহাসিক হাতির বাংলো! অনেকেরই অজানা
রাজনৈতিক দলগুলো যেনো নাগরিক ও কর্মীদের প্রজার মতো ব্যবহার না করে তা নিশ্চিত করতে হবে।জনাব প্রধান উপদেষ্টা আপনার ১০০ টি ব্যবসা সফল করার জন্য আপনাকে বসানো হয়নি।
প্রতিটি অপরাধের দ্বায় আপনাকে নিতে হবে।আপনি না পারলে পদত্যাগ করুন।
আমরাই সেই বিপ্লবী যারা গত ৪/৫ বছর শুধু মাত্র গণঅভ্যুত্থান নিয়ে কাজ করেছি।
আমরা আপনাদের মতো টাকা নিয়ে কোনো অপরাধীদের সুযোগ কিংবা নিজের জন্য কখনও চেষ্টা করিনি।
সবার আগে বাংলাদেশ তাই আপনাদের ব্যর্থতার জন্য ভবিষ্যতে চরম মূল্য দিতে হবে। প্রতিটি শহীদ ও পঙ্গুত্ব যারা হয়েছে তাদের এবং আমাদের আত্মত্যাগের ফসল নিয়ে আপনাদের ১দিনের ব্যর্থতা আর সহ্য করা হবে না বিপ্লবী সরকার ।