বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ শর্মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন রাজশাহী জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রবিন্দ্রনাথ দোবে পলাশ। সেইসঙ্গে মুঠোফোনের মাধ্যমে রাজশাহী জেলার সভাপতি অম্বর সরকার কে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এই বিষয়ে প্রবিন্দ্রনাথ দোবে পলাশ বলেন,আমাকে এই পদের জন্য মনোনীত করায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাজশাহী জেলা শাখার সবাইকে শুভেচ্ছা ও সকল সনাতন ধর্মের মানুষদেরকে প্রণাম জানাই। আমি এর আগে আড়ানী পৌর ও বাঘা উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষের সুখে দুঃখে পাশে ছিলাম। এখন সকলের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে রাজশাহী জেলার হিন্দু সম্প্রদায়ের মানুষের সুখে দুঃখে পাশে থাকবো।
রাজশাহী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অম্বর সরকার বলেন, প্রবিন্দ্রনাথ দোবে পলাশ একজন পরোপকারী ও সৎ নির্ভীক যোগ্য ব্যাক্তি।আমরা যোগ্য প্রার্থী হিসেবে নিযুক্ত করে তাকে মনোনীত করেছি। আমরা তার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি।