কবিতা:
পুরুষের কষ্ট, পুরুষের নীরব কান্না…
সবাই ভাবে, পুরুষ মানুষ নাকি কাঁদে না,
ভেতরে ভেতরে তবু কত কান্না জমে থাকে জানা না।
রোজ ভাঙা হাড়ের ব্যথা নিয়ে হেসে যায়,
পকেটে শেষ টাকা রেখেও সংসার হাসায়।
মাথার চুল সাদা হয়, কাঁধ ভেঙে যায়,
তবু দায়িত্বের পাহাড় বুকে আগলে রাখে, চুপে চুপে সব সহ্য করায়।
কেউ জিজ্ঞাসা করে না, ‘তুমি কেমন আছো?’
হাজার দুঃখ নিয়ে বলে, ‘ভালো আছি’, হেসে চোখে জল লুকায়।
আরও পড়ুনঃ পাবনার সাঁথিয়ায় পূর্ব বনগ্রাম এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত আহত ১০
বাবা হতে গিয়ে বন্ধু হারায়, প্রেম হারায়, স্বপ্নও হারায়,
তবু সন্তান-স্ত্রীর মুখের হাসির জন্য দৌড়ায়।
রোদে-পুড়ে, ঘামে ভিজে ফেলে,
নীরবে কষ্টের গল্প কেউ শোনে না, তারা কেবল সহ্য করে চলে।
একদিন হঠাৎ শরীর বলে ‘আর পারি না’,
তখন সবাই বলে, ‘সে তো মানুষ ছিল, পুরুষ মানুষ, কাঁদে না’।