বান্দরবন জেলা প্রতিনিধিঃ
বান্দরবান শহরের উপজেলা পরিষদের সামনে থেকে ছিনতাই হওয়া টাকাসহ এক আসামিকে আটক করেছে জেলা পুলিশ।
পুলিশ জানায়, গত ১৩ আগস্ট রাত আনুমানিক ১১টার দিকে ফিলিং স্টেশনের মালিক নিখিল কান্তি দাশের কাছ থেকে নগদ ২ লাখ ১৫ হাজার টাকা ছিনতাই হয়। ঘটনার পর সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালায়।
আরও পড়ুনঃ গাইবান্ধায় দলিল লেখকদের ৭ দফা দাবি পূরণে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি
পরবর্তীতে বান্দরবান, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে অভিযান শেষে চকরিয়ার খুটাখালী নতুন পাড়া থেকে শাহাদাত হোসেন সাজু নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তিনি বান্দরবান পৌরসভার ৯নং ওয়ার্ড ইসলামপুর এলাকার বাসিন্দা এবং জেলা পরিসংখ্যান অফিসে অস্থায়ী ভিত্তিতে গাড়ি চালক হিসেবে কর্মরত ছিলেন।
শনিবার (১৭ আগস্ট) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার মোহাম্মদ শহিদুল্লাহ কাওছার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ছিনতাই হওয়া টাকার মধ্যে ২ লাখ ৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।