স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :
গত ৬ জুলাই, ২০২৫ রবিবার, সন্ধ্যা ৬:৩০ থেকে রাত ৮:১০ মিনিট পর্যন্ত, আত্মশুদ্ধির চেতনায় উদ্দীপ্ত তারুণ্য নির্ভর সংগঠন, ‘তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর উদ্যোগে ১০ মোহররম পবিত্র শোহাদায়ে কারবালার স্মরণে “পবিত্র আশুরার রোজার ইফতার মাহফিল এবং মানকাবাতে ইমাম হোসাইন (রা)” আয়োজন সম্পন্ন করেছেন।
উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন তাজকিয়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জোনের আহ্বায়ক মোহাম্মদ রমিজ আলী, অনুষ্ঠান সঞ্চালনা করেন সদস্য সচিব আয়মন রানা জিহাদ, মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মাহমুদুল হাসান, মানকাবাতে ইমাম হোসাইন (রা) পরিচালনা করেন অত্র শাখার সদস্য মাওলানা মোবাররম হাইদার।
আরও পড়ুনঃ *ইসলামের রুকন, রাষ্ট্র ও জেহাদ:* *ওহী নির্ধারিত নীতি ও ইজতিহাদ*
এতে আরো উপস্থিত ছিলেন অত্র শাখার মোহাম্মদ ফয়সাল আহমেদ, নাছির উদ্দীন জামী, আলী মর্তুজা, সায়েম আহমেদ, মোহাম্মদ মাহমুদুল হাসান, হোসাইন আহমদ রেজভী, কাজী ওয়াহিদ, কবির হোসাইন, মাহমুদুল হাসান,ফারুক উদ্দিন প্রমুখ ব্যক্তিবর্গ।
পরিশেষে সকলের অংশগ্রহণে মাধ্যমে মানকাবাতে ইমাম হোসাইন (রা) পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়। আয়োজন কারীদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।