প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:
নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ( ৯ সেপ্টেম্বর ) সকালে নোয়াখালীতে জেলা কমিটির বিরুদ্ধে টাকার বিনিময়ে আহবায়ক কমিটি ঘোষণার প্রতিবাদে নোয়াখালী সেনবাগ উপজেলা পৌর শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে বিএনপি’র কাজী মফিজ গ্রুপ।
আরও পড়ুনঃ সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ
এ সময় বিএনপি’র নেতা কর্মীরা মিছিল সহকারে বাজারের উপজেলা গেট হইতে জেলা পরিষদ মার্কেট পর্যন্ত মিছিল করে। এসময় জেলা কমিটির হারুনুর রশিদ আজাদ ও মাহবুব আলমগীর আলোর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিয়ে উপজেলা গেট সংলগ্ন বিএনপি’র কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা করে এবং তাদের কার্যালয়ে তারা সাংবাদিকদের সম্মুখে টাকার বিনিয়র কমিটি বাণিজ্য হয়েছে বলে অভিযোগ করে।
ঘোষিত আহবায়ক কমিটিকে প্রত্যাখ্যান করে তারা প্রতিবাদ করে। কাজী মফিজ গ্রুপের নেতা গোলাম হোসেন অবৈধ কমিটিকে প্রত্যাখ্যান করে বক্তব্য রাখেন এবং কমিটিকে বাতিল করে তৃণমূলকে মূল্যায়ন করে নতুন কমিটি দেয়ার আহ্বান জানান।