শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনমঃ
ময়মনসিংহে অবৈধ ব্যাটারি অটো তৈরির কারখানা, চুরির সংখ্যা বেড়েই চলেছে মিটফোর্ড এ  নৃশংসভাবে ইট দিয়ে হত্যার ঘটনায় ২ জন ও চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে হত্যা করে ১১ খন্ড করে গুম করার চেস্তার প্রধান আসামিকে গ্রেফতার সহ   সাংবাদিকদের সাথে র‍্যাবের মতবিনিময় আরাফাত রহমান কোকো স্পোর্টস একাডেমির উদ্দোগ্যে জোড়া খাসি প্রীতি ফুটবল টুর্নামেন্ট গাবতলীতে অনুষ্ঠিত *মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি:* *অগ্রগতি ও অন্তরায়* *জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব: আইন, নীতি, নৈতিকতা এবং মূল্যবোধের আলোকে মনস্তাত্তিক এবং ভৌগোলিক বিশ্লেষণ* দাখিল পরীক্ষার ফলাফলে শীর্ষ স্থানে কাগতিয়া মাদ্রাসা মিডফোর্ডে ব্যাবসায়ী হত্যার প্রতিবাদে ঢাকা -কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে ববি’র শিক্ষার্থীরা অভিযানে গৌরবময় অবদান রাখায় প্রথমবারের মতো বাংলাদেশ কোস্ট গার্ড টাগ ‘বিসিজিটি প্রমত্ত’ এবং এর ক্রুদেরকে ‘প্রশংসাপত্র’ প্রদান করলো ‘আন্তর্জাতিক মেরিটাইম অর্গানাইজেশন (IMO যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ১৩৫৩ কর্মকর্তা ছাঁটাই সন্তান জন্ম দিতে এখনো আমেরিকায় আসছেন বাংলাদেশি দম্পতিরা গ্রিনকার্ডধারীদের যুক্তরাষ্ট্রে নিয়মিত থাকার প্রমাণ দেখাতে হবে জন্মসূত্রে নাগরিকত্ব নিয়ে ট্রাম্পের বিতর্কিত আদেশ স্থগিত শিকাগো ম্যারাথন ও আয়রনম্যান নিউইয়র্কে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছেন বাংলাদেশি মিশু চাঁদপুরে খুতবা পছন্দ না হওয়ায় ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা ! রাজনীতি, সন্ত্রাস ও নৈতিক পতন: একটি ভয়াবহ বাস্তবতা যেই লাউ সেই কদু *”যোগ্য বিচার চাই – মানবতা যেন হার না যায়!”* এডভোকেট এম হেলাল উদ্দিনের সংক্ষিপ্ত সফর: মেহেন্দিগঞ্জের মানুষের পাশে মানবিক নেতার একদিন মিটফোর্ড খুন- খুব শীঘ্রই সন্ত্রাসীদের দ্রুত বিচার আইনে শাস্তি দিতে হবে, নয়তো স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রদত্যাগ করার, দাবিতে গণআন্দোলন গড়ে তুলবো কাউকে মানসিক কষ্ট দিচ্ছেন? খুব যত্ন করে দিন, যাতে কেউ টের না পায়!

নিউইয়র্কে ইমিগ্রেশন কোর্টের সামনে গ্রেপ্তার মেয়র পদপ্রার্থী ব্র্যাড ল্যান্ডার

রিপোর্টার নাম
পাবলিশ: বুধবার, ১৮ জুন, ২০২৫
নিউইয়র্কে ইমিগ্রেশন কোর্টের সামনে গ্রেপ্তার মেয়র পদপ্রার্থী ব্র্যাড ল্যান্ডার

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের প্রধান হিসাবরক্ষক (কম্পট্রোলার) ও মেয়র পদপ্রার্থী ব্র্যাড ল্যান্ডারকে গ্রেপ্তার করেছে দেশটির ইমিগ্রেশন ও কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)।

নিউইয়র্কে ইমিগ্রেশন কোর্টের সামনে গ্রেপ্তার মেয়র পদপ্রার্থী ব্র্যাড ল্যান্ডার

মঙ্গলবার (১৭ জুন) নিউইয়র্কের ফেডারেল ইমিগ্রেশন কোর্টের সামনে গ্রেপ্তারের এ ঘটনা ঘটে। ল্যান্ডার একজন অভিবাসী আসামিকে আদালত থেকে বের করে আনার সময় হঠাৎ মুখোশ পরা এজেন্টরা তাঁকে হ্যান্ডকাফ পরিয়ে আটক করে নিয়ে যায়।

ঘটনার সময়কার একটি ভিডিওতে দেখা যায়, ল্যান্ডার আদালত থেকে বের হয়ে আসা একজন অভিবাসীর সঙ্গে হাঁটছিলেন। তখন কয়েকজন মুখোশধারী আইসিই ও এফবিআই সদস্য এসে দুজনকে আলাদা করে ফেলে এবং ল্যান্ডারকে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নেয়। ভিডিওতে তাকে বারবার বলতে শোনা যায়, “তোমাদের বিচারিক ওয়ারেন্ট নেই,”—যা যুক্তরাষ্ট্রে নাগরিকদের আটক করতে হলে বাধ্যতামূলক।

পরে ল্যান্ডারের স্ত্রী মেগ বারনেট এক সংবাদ সম্মেলনে বলেন, “আমি নিজ চোখে যা দেখেছি, তা ছিল ভয়াবহ। একজন যুক্তরাষ্ট্রে রাষ্ট্রের নাগরিককে এইভাবে তুলে নেওয়া আইনের শাসনের লঙ্ঘন। ওরা বলেছে, ‘তুমি আমাদের কাজে বাধা দিচ্ছো।’ কিন্তু সে তো শুধু একজন অভিবাসীকে সহায়তা করছিল।”

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের এক বিবৃতিতে বলা হয়েছে, ল্যান্ডার “ফেডারেল অফিসারদের কাজে বাধা ও আইনের লোকদের ওপর হামলা” করেছেন। সেইসঙ্গে তাঁকে “সামাজিক মাধ্যমে ভাইরাল হবার লোভে জননিরাপত্তা বিপন্ন করার” অভিযোগও আনা হয়েছে।

আরও পড়ুনঃ ‎মির্জাপুরে পাঁচটি বাংলা ড্রেজার মেশিনসহ পাইপ ধ্বংস করল ভ্রাম্যমাণ আদালত

ডেমোক্র্যাট দলের নেতারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। নিউইয়র্ক অঙ্গরাজ্যের আইনপ্রণেতা জোহরান মামদানি বলেন, “আইসিই এখন সারা দেশে আতঙ্ক সৃষ্টি করছে।” সাবেক গভর্নর অ্যান্ড্রু কুওমো একে ট্রাম্প প্রশাসনের “সরাসরি গুন্ডামি” বলে আখ্যা দিয়েছেন।

উল্লেখ্য, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন অভিবাসন আইন প্রয়োগে কঠোর অবস্থান নিয়েছে। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় এক সংবাদ সম্মেলন ভণ্ডুল করতে গিয়ে ডেমোক্র্যাট সিনেটর আলেক্স পাডিলাও হাতকড়া পরেছিলেন। এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকেও গ্রেপ্তারের হুমকি দিয়েছিলেন।

সাম্প্রতিক এসব ঘটনার কারণে যুক্তরাষ্ট্রজুড়ে উদ্বেগ ও উত্তেজনা বাড়ছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, এসব ঘটনার ফলে অভিবাসীদের মধ্যে ভীতি তৈরি হচ্ছে, যা বিচার ব্যবস্থায় অংশগ্রহণে বাধা তৈরি করছে।


এই বিভাগের আরও খবর