শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৮:১০ পূর্বাহ্ন
Headline :
বাংলাদেশ জোট মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সর্বজনীন জোটের চেয়ারম্যান মোঃ আবুল হাসেম ন্যাশনাল ইউনিটি কাউন্সিল(এনইউসি) এর মহাসচিব বিদ্যুৎ চন্দ্র বর্মনের বাণী: মানবতার মূর্ত প্রতীক: *অধ্যাপক ড. আলহাজ্ব মোঃ শরীফ আব্দুল্লাহ হিস সাকী শিক্ষাবিদ ও মানবতাবাদী এক অনন্য সমন্বয়* -ড. এ আর জাফরী বাংলাদেশ সর্বজনীন জোটে মূল চিন্তাশক্তি হিসেবে আবির্ভূত প্রধান উপদেষ্টা ফরহাদ মাজহার বগুড়া গাবতলী স্টেশনের রেলওয়ে কর্মচারীকে মারপিট করে আহত করে ২২ বছর পর ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় – দক্ষিণ এশিয়ার ফুটবলে নতুন সম্ভাবনার দিগন্তে বাংলাদেশ ময়মনসিংহে পলাতক আসামী গেপ্ততার করেছে র‍্যাব ১৪ যুক্তরাষ্ট্র ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবির অভিযানে ইয়াবাসহ আটক ১ বগুড়ার গাবতলী উপজেলার বিএনপিরভারপ্রাপ্তচেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল

নিউইয়র্ক সিটির মেয়র প্রাইমারি আজ ২৪ জুন || সব জরিপেই এগিয়ে কোমো

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
নিউইয়র্ক সিটির মেয়র প্রাইমারি আজ ২৪ জুন || সব জরিপেই এগিয়ে কোমো

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

শেষ পর্যন্ত নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনের প্রাইমারিতে সাবেক গভর্নর এবং সাবেক এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এ্যান্ড্রু কোমো হয়ত ডেমোক্রেটিক পার্টির মনোনয়ন পেতে যাচ্ছেন। এখন পর্যন্ত যতগুলো সমীক্ষা হয়েছে তার সবগুলোতেই তিনি এগিয়ে আছেন। এই প্রাইমারিতে লড়ছেন ১১ জন প্রার্থী। তাদের মধ্যে প্রথম তিনজন হলেন এ্যান্ড্রু কোমো, জোহরান মামদানি এবং ব্র্যাড ল্যান্ডার। দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন এ্যান্ড্রু কোমো নির্বাচনে প্রার্থিতা ঘোষণার পর থেকে সকলের অনেক ওপরে অবস্থান করছেন জনমত জরিপের ফলাফলে।

নিউইয়র্ক সিটির মেয়র প্রাইমারি আজ ২৪ জুন || সব জরিপেই এগিয়ে কোমো
এ্যান্ড্রু কোমোর জন্ম নিউইয়র্কের কুইন্সে ১৯৫৭ সালে। তিনি ফোর্ডহ্যাম ইউনিভার্সিটি ও অলবেনি ল স্কুল থেকে জ্যুরিস ডক্টর ডিগ্রি পান। তার পিতা মারিও কোমোর গভর্নর নির্বাচনে ক্যাম্পেইন ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করতে গিয়ে এ্যান্ড্রু রাজনীতির খাতায় নাম লেখান।

মারিও কোমোকে জিতিয়ে দিলেও তিনি তার বাবার প্রশাসনে যোগ না দিয়ে প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন এবং নিউইয়র্ক সিটির হোমলেস কমিশনের চেয়ার হন। প্রেসিডেন্ট ক্লিনটন এ্যান্ড্রুকে তার প্রশাসনে ডিপার্টমেন্ট অব হাউজিং এন্ড আরবান ডেভেলপমেন্ট এ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিয়োগ দেন। ১৯৯৭ সালে তিনি নিউইয়র্ক স্টেট এটর্নি জেনারেল নির্বাচিত হন। ২০০২ সালে গভর্নর নির্বাচনে দাঁড়ালেও জয় পাননি।

আরও পড়ুনঃ জনাব তারেক রহমানের ৩১ দফা প্রতিটি ঘরে ঘরে পৌছে দিন,সবার মূখে হাসি ফোটান মোঃ দেলোয়ার হোসেন ভূঞা

এ্যান্ড্রু কোমো ৬০% ভোট পেয়ে ২০১০ সালে নিউইয়র্ক স্টেটের গভর্নর নির্বাচিত হন। এই সময় তিনি স্টেটে বিভিন্ন অবকাঠামো উন্নয়নে ঝাঁপিয়ে পড়েন। ফলে ২০১৪ ও ২০১৮ সালে পুনরায় নির্বাচিত হন। কিন্তু করোনাকালে নার্সিং হোমে মৃত্যুর সঠিক সংখ্যা না দেয়ায় এবং বিভিন্ন স্ক্যান্ডালের কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেন।

যদিও করোনাকালে মানুষের শত হতাশার অন্ধকার কাটিয়ে আশাবাদ জাগিয়ে তোলার জন্য এ্যান্ড্রু কোমো প্রতিদিন সকালে প্রায় এক ঘন্টা উদ্দীপনামূলক গল্প বলতেন। সিএনএন এর জাতীয়ভিত্তিক নিউজ টিভি সেই গল্প প্রচার করতো। গভর্নর কোমোর এই উদ্যোগ অত্যন্ত সফল হয়।

এ্যান্ড্রু কোমো হাসিখুশি মানুষ। একটি রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় তার জীবনটা মানুষের এবং তার স্টেটের সেবায় অতিবাহিত করেছেন। করোনাকালে তার জনপ্রিয়তায় অনেকেই ঈর্ষান্বিত হন। অনেকে মিথ্যা অভিযোগ করে। কিন্তু তা প্রমাণ করতে ব্যর্থ হয়। কোমো প্রথমে ফেডারেল সরকারের, তারপর স্টেটের উন্নয়নে ঝাঁপিয়ে পড়েছেন, এখন নিউইয়র্ক সিটির উন্নয়নের জন্য মেয়র পদে দাঁড়িয়েছেন।

তার যোগ্যতা ও অভিজ্ঞতা নিশ্চয় তাকে আজ মংগলবার,২৪ জুনের নির্বাচনে জয় এনে দেবে। অনন্ত সবগুলো জরিপ বলছে, এ্যান্ড্রু কোমো বিজয়ের পথেই হাঁটছেন। তার বিজয় নিশ্চিত।তিনি গত সোমবার,২৩ জন,৩৯৫ হিউস্টন ষ্ঠীট ম‍্যানহাটান,নিউইয়র্ক সিটির প্রধান লেবার ইউনিয়ন অফিসের ৪ তলায় পাঁচ শতাধিক লেবার ইউনিয়নের নেতা-কর্মীদের উপস্থিতিতে বিকাল সাড়ে চারটায় ভোট দেয়ার ১২ ঘন্টা আগে তিনি তার বক্তব্যে রাখেন ।

এতে নিউইয়র্ক ষ্টেট সিনেটর জেসিকা রামুস,কমির দুই কন‍্যাসহ বিভিন্ন লেবার ইউনিয়নের নেতৃবৃন্দ,সিটি ও ষ্টেট এর প্রতিনিধি,কমিউনিটি নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এতে বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধি,বাপসনিউজ এডিটর ও আইবিএননিউজ২৪.কমের প্রধান সম্পাদক সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন যোগদান করেছেন এবং এন্ড্রু কমুর সাথে হেন্ড সেক করে শুভেচ্ছা বিনিময় করেছেন।এন্ড্রু কমু বাপসনিউজ ও আইবিএননিঊজ২৪.কম এবং সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকনকে ধন্যবাদ জানিয়েছেন অনুষ্ঠানে অংশ নেয়ার জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category