স্টাফ রিপোর্টারঃ
কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার অধিবাসী এবং দেশের একটি স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ভুয়া পরিচয়, প্রতারণা, ব্ল্যাকমেইল, মাদকাসক্তি ও শারীরিক নির্যাতন-সংক্রান্ত গুরুতর অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগটি দায়ের করেছেন কুমিল্লার একজন শিক্ষিত ও সম্মানিত নাগরিক, যিনি তার সামাজিক অবস্থান ও ব্যক্তিগত সুনাম রক্ষার্থে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারপ্রার্থী হয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দুই বছর পূর্বে শিল্পকলা একাডেমিতে উভয়ের প্রথম পরিচয় ঘটে। এরপর ধীরে ধীরে মোবাইল ফোনে যোগাযোগ, দেখা-সাক্ষাত ও ঘনিষ্ঠতা তৈরি হয়। অভিযোগকারীর ভাষ্যমতে, অভিযুক্ত তরুণী নিজেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থী পরিচয় দিয়ে একটি ভুয়া আইডি কার্ড পর্যন্ত উপস্থাপন করেন। পরে ব্যক্তিগত অনুসন্ধানে জানা যায়, তার উক্ত পরিচয় পুরোপুরি মিথ্যা ও ভুয়া।
ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে অভিযুক্ত শিক্ষার্থী মোবাইল ফোনে বিভিন্ন সময়ে ছবি ও ব্যক্তিগত তথ্য ধারণ করে, যা পরবর্তীতে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। অভিযোগ অনুযায়ী, তিনি এসব ছবি ও কথোপকথনের স্ক্রিনশট দেখিয়ে প্রায় দেড় লক্ষ টাকা দাবি করে এবং তা আদায়ও করেন। অভিযোগকারীর মতে, অভিযুক্ত ছাত্রী একজন মাদকাসক্ত এবং তিনি প্রায়শই তার বাসায় এসে মাদক সেবন করতেন। মাদক সেবনে বাধা দিলে অভিযুক্ত উত্তেজিত হয়ে গালিগালাজ, হুমকি এবং এমনকি শারীরিক আঘাত করার মতো ঘটনাও ঘটান বলে দাবি করা হয়েছে।
আরও পড়ুনঃ উলিপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
অভিযোগকারী জানান, অভিযুক্ত একাধিকবার ক্লোনিং অ্যাপ ব্যবহার করে কৃত্রিম চ্যাট তৈরি করে বিভ্রান্তি সৃষ্টি করেছেন এবং এক পর্যায়ে তাকে মিথ্যা নারী নির্যাতনের মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন।
উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং আদালতে মামলার জন্য আইনি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এ ধরনের প্রতারণামূলক, সহিংস আচরণের বিচার চান — যাতে ভবিষ্যতে কেউ এরকম প্রতারণার শিকার না হন।