বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫, ১০:৫৬ পূর্বাহ্ন
শিরোনমঃ
সরাইলে ময়না হত্যা মামলায় ইমাম ও মোয়াজ্জিম কে রিমান্ডে অতিবৃষ্টির ফলে ৫০টি পরিবার পানিবন্ধি হওয়ায় ত্রাণ সামগ্রী নিয়ে হাজির হলেন লালমাই উপজেলা নির্বাহী অফিসার হিমাদ্রী খীসা দিরাইয়ে ছাত্রছাত্রীদের অংশগ্রহনে কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন বীরগঞ্জে ডায়াগনস্টিক সেন্টারে অভিযানে দুই প্রতিষ্টানকে অর্থদন্ড কুড়িগ্রামে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের নব গঠিত কমিটির উদ্যোগে ফল উৎসব পানছড়িতে লোগাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাংগঠনিক সভা অনুষ্ঠিত আদালতের ২০০৮ সালের রায়কে পুঁজি করে ১৭ বছর ধরে পদ্মায় অবৈধ বালু উত্তোলন, রূপপুর প্রকল্প, হার্ডিং ও লালন শাহ সেতু চরম ঝুঁকিতে বিমূঢ় দুটি মুখ “ —- হিলারী হিটলার আভী মায়ের হাসি- সাঈদুর রহমান লিটন যুদ্ধ তোমাকে কি দিবে- জাহাঙ্গীর চৌধুরী সন্ধ্যারেখা – নবাব শাহজাদা বর্ষার অলিখিত প্রেম- আসাদুজ্জামান খান মুকুল গজারিয়ায় অবৈধ চুনা কারখানার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের লক্ষ্মীপুরে ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান মধুপুরে বৃক্ষমেলা উদ্বোধনের মধ্য দিয়ে ২দিনে  ৮০হাজার অবৈধ গাছ ধংস  ক্যান্সার আক্রান্ত মেয়েকে বাঁচাতে পঙ্গু বাবার আর্তনাদ. খাগড়াছড়ি পাজেপ এর সদস্য থেকে চেয়ারম্যানের দায়িত্বে শেফালিকা ত্রিপুরা কুমিল্লায় বুড়িচং মোকাম বড় বাড়ীর রাস্তা বন্ধ করে জনচলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মহালছড়িতে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার রাজশাহী বিভাগীয় প্রেসক্লাব কর্তৃক দুর্গাপুর উপজেলায় পূর্ণাঙ্গ নতুন কমিটি ঘোষণা

নাট্যকলা বিভাগের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের, আদালতে মামলার প্রস্তুতি

স্টাফ রিপোর্টারঃ
পাবলিশ: রবিবার, ৬ জুলাই, ২০২৫

স্টাফ রিপোর্টারঃ

কক্সবাজার জেলার কুতুবদিয়া থানার অধিবাসী এবং দেশের একটি স্বনামধন্য সরকারি বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের এক শিক্ষার্থীর বিরুদ্ধে ভুয়া পরিচয়, প্রতারণা, ব্ল্যাকমেইল, মাদকাসক্তি ও শারীরিক নির্যাতন-সংক্রান্ত গুরুতর অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগটি দায়ের করেছেন কুমিল্লার একজন শিক্ষিত ও সম্মানিত নাগরিক, যিনি তার সামাজিক অবস্থান ও ব্যক্তিগত সুনাম রক্ষার্থে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিচারপ্রার্থী হয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, দুই বছর পূর্বে শিল্পকলা একাডেমিতে উভয়ের প্রথম পরিচয় ঘটে। এরপর ধীরে ধীরে মোবাইল ফোনে যোগাযোগ, দেখা-সাক্ষাত ও ঘনিষ্ঠতা তৈরি হয়। অভিযোগকারীর ভাষ্যমতে, অভিযুক্ত তরুণী নিজেকে চট্টগ্রাম মেডিকেল কলেজের এমবিবিএস শিক্ষার্থী পরিচয় দিয়ে একটি ভুয়া আইডি কার্ড পর্যন্ত উপস্থাপন করেন। পরে ব্যক্তিগত অনুসন্ধানে জানা যায়, তার উক্ত পরিচয় পুরোপুরি মিথ্যা ও ভুয়া।

ঘনিষ্ঠতার সুযোগ নিয়ে অভিযুক্ত শিক্ষার্থী মোবাইল ফোনে বিভিন্ন সময়ে ছবি ও ব্যক্তিগত তথ্য ধারণ করে, যা পরবর্তীতে ব্ল্যাকমেইলের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। অভিযোগ অনুযায়ী, তিনি এসব ছবি ও কথোপকথনের স্ক্রিনশট দেখিয়ে প্রায় দেড় লক্ষ টাকা দাবি করে এবং তা আদায়ও করেন। অভিযোগকারীর মতে, অভিযুক্ত ছাত্রী একজন মাদকাসক্ত এবং তিনি প্রায়শই তার বাসায় এসে মাদক সেবন করতেন। মাদক সেবনে বাধা দিলে অভিযুক্ত উত্তেজিত হয়ে গালিগালাজ, হুমকি এবং এমনকি শারীরিক আঘাত করার মতো ঘটনাও ঘটান বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুনঃ উলিপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

অভিযোগকারী জানান, অভিযুক্ত একাধিকবার ক্লোনিং অ্যাপ ব্যবহার করে কৃত্রিম চ্যাট তৈরি করে বিভ্রান্তি সৃষ্টি করেছেন এবং এক পর্যায়ে তাকে মিথ্যা নারী নির্যাতনের মামলায় ফাঁসানোর হুমকি দিয়েছেন।

উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে এবং আদালতে মামলার জন্য আইনি প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। অভিযোগকারী দাবি করেছেন, তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং এ ধরনের প্রতারণামূলক, সহিংস আচরণের বিচার চান — যাতে ভবিষ্যতে কেউ এরকম প্রতারণার শিকার না হন।


এই বিভাগের আরও খবর