নিউজ ডেস্কঃ
সাংবাদিক নেতা দৈনিক বাংলা সংবাদ পত্রিকার সম্পাদক অসংখ্য প্রতিষ্ঠানের উদ্যোক্তা আয়োজনে সাংবাদিকতার উপরে বেসিক ট্রেনিং এর ব্যবস্থার উদ্যোগ নিয়েছে সাংবাদিক নেতা আবুল হাসেম তিনি বলেন সাংবাদিক হলো জাতির বিবেক এটি একটা মহান পেশা এ পেশার ধারণার না থাকলে নিউজ তথ্য সংগ্রহ ধারণা না থাকলে সঠিক তথ্য সংগ্রহ কারা যাবে না সংবাদ জাতীর কাছে সঠিক তথ্য ও জানানো জাবেনা তাই গত ১০/০৭/২০২৪ দৈনিক বাংলার সংবাদ পত্রিকা প্রতিনিধিদের বেসিক জার্নালিজম ট্রেনিং এর বিষয়ে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।উক্ত সভায় সভাপতি ও সবারই সম্মতিতে। আগামী ২৭/০৭/২০২৪ইংতারিখে বেসিক জার্নালিজম ট্রেনিংয়ের আয়োজন করা হয়েছে । উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্পাদক মোঃ আবুল হাসেম দৈনিক বাংলার সংবাদ প্রএিকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ এস নজরুল ইসলাম ভূইয়া সাব এডিটর ডেলি স্টার,প্রএিকা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান আজাদ পারভেজ নির্বাহী সম্পাদক, দৈনিক বাংলার সংবাদ মোঃ দেলোয়ার হোসেন সম্পাদক সাপ্তাহিক জনতার দলিল, দৈনিক মুক্তির লড়াই প্রএিকার নিবাহি সম্পাদক সহ। আরও উপস্থিত ছিলেন মোঃ মোক্তার হোসেন সাব এডিটর। ।