শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ অপরাহ্ন
শিরোনমঃ
চাঁপাইনবাবগঞ্জে এসডিএফ’র স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত নেত্রকোনা জেলা জজ কোর্টে আইন ছাত্র ফোরাম পরিচিতি সবা অনুষ্ঠিত হয় ময়মনসিংহে বিটিভির নতুন কুঁড়ি-২০২৫ প্রচার কৌশল সভা অনুষ্ঠিত গাবতলীতে সাংবাদিকদের সাথে জামায়াত এমপি প্রার্থী গোলাম রব্বানীর মতবিনিময় নোয়াখালী বিএনপির আহবায়ক আলো ও সদস্য সচিব আজাদ এর বিরুদ্ধে মিছিল সেনবাগে বিএনপির বিজয় মিছিলে হামলা, যৌথ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণ ৩১ দফা বিতরণ করতে রৌমারীতে রাজিবপুর উপজেলার বি এন পির আহ্বায়ক অধ্যাপক মোঃ মোখলেসুর রহমান বদলগাছীতে সরকারি রাস্তার প্রবেশ মুখে বাঁশের বেড়া, চরম ভোগান্তিতে এলাকাবাসী মনের আশা পূরণ করি- এম এ রউফ ২১ হাজার টাকার ফেনসিডিল ও মোটর সাইকেলসহ আটক ১ বদলগাছী বিনিময় সম্পত্তি জবরদখলের হুমকি অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে ! চাঁপাইনবাবগঞ্জে গোলাম জাকারিয়ার গণসংযোগ কার্যক্রমে লিফলেট বিতরণ নাসিরনগরে ব্রীজ নয়,যেন মরণ ফাঁদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফরম ফিলাপ ফি বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহ কলেজ শিক্ষার্থীদের স্মারকলিপি মনোহরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের উদোগে ঈদে মিলাদুন নবী উদযাপন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সকল প্রার্থীদের তালিকা  এনওয়াইপিডির ডেপুটি ইন্সপেক্টর পদোন্নতিতে কারাম চৌধুরীকে সংবর্ধনা জানিয়েছে “জীবন” গোমস্তাপুরে ফেক আইডি ও তার অনুসারীর বিরুদ্ধে অভিযোগ করায় সাংবাদিকের নামে মিথ্যা এজাহার মনিরুলের শাস্তির দাবি সাংবাদিক সমাজের একজন দায়িত্বশীল ব্যক্তির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কর্তব্যনিষ্ঠা, জ্ঞান ও দক্ষতা থাকা, আল্লাহভীরুতা ও সততা বজায় রাখা, পরিশ্রমী ও কর্মঠ হওয়া, রাজবাড়ীতে পুলিশের ওপর হামলা: নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেফতার ৫

দেশের লূট পাটকারী লোভী প্রতারক বাটপার যদি বন্ধ হয়ে যায় ছাত্রছাএীর রাজনৈতিক করার প্রয়োজন মনে করি না

এম এ রউফ কাতার
পাবলিশ: সোমবার, ২৮ জুলাই, ২০২৫

এম এ রউফ কাতারঃ

দেশের লূট পাটকারী লোভী প্রতারক বাটপার যদি বন্ধ হয়ে যায় ছাত্রছাএীর রাজনৈতিক করার প্রয়োজন মনে করি না। তারা ভালো লেখা পড়া করে রাজনৈতিক বই পড়ে নীতি আদর্শবান শিক্ষা নিবে ও শিখবে । বিশ্বের জাতির কাছে শিক্ষার পরিচয় দিবে।

ছাত্রছাত্রীরা দেশের ভবিষ্যৎ-এটা সর্বজন স্বীকৃত। তারাই দেশের কান্ডারি। তাদের কাছে জাতির অনেক প্রত্যাশা। তারা সারা বিশ্বের মধ্যে দেশ ও জাতির প্রতিনিধিত্ব করে। মূলত শিক্ষার কোনো বিকল্প নেই বলেই চলে। শিক্ষার্থীদের এত মূল্যায়ন। নিরক্ষরতা জাতিকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

তাই শিক্ষার্থীদের কাছে পরিবার তথা জাতির একটাই প্রত্যাশা, তা হলো লেখাপড়া করা, মানুষ হওয়া। মূলত এ কারণেই বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা। শিক্ষার্থীরা এখানে বিভিন্ন ধাপে উচ্চ থেকে উচ্চতর শিক্ষাগ্রহণের সুযোগ পায়। শুধু আদর্শ মানুষ গড়ার কারিগর হিসেবেই যুগ যুগ ধরে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এই সেবা দিয়ে আসছে।

এর বাইরে আর কোনো লক্ষ্য নেই। এখানে শিক্ষার্থীরা আসবে, লেখাপড়া শিখবে তারপর আদর্শ মানুষ হিসেবে এখান থেকে বের হবে। আদর্শ মানুষ হিসেবে তারা তখন দেশ ও জাতির সেবায় নিয়োজিত হবে। এটাই একটি চক্র। ছাত্র সে যেখানেই থাকুক, শেখাই তার অন্যতম উদ্দেশ্য।

আরও পড়ুনঃ ধর্ষণ থেকে বাঁচতে নারীদের আহবান করছি কারাতে প্রশিক্ষণ নেয়ার জন্য পাশাপাশি ছিনতাই থেকে বাঁচার জন্য পুরুষদের আহবান করছি কারাতে শেখার জন্য

তাহলে এর মধ্যে ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা কোথায়? কেউ কেউ অবশ্য এর পক্ষে অনেক যুক্তি দেখাবেন। এখানেও শেখার আছে। কিন্তু সে শেখার মধ্যে যদি কোনো আদর্শ স্থান না পায় বা যদি তা আদর্শচ্যুত হয় তাহলে কি তার প্রয়োজনীয়তা থাকতে পারে?

ছাএ রাজনৈতিক বন্ধ করতে চাই না। ছাত্রদের পাশে ভালো নীতিবান নেতা বুদ্ধিজীবী থাকতে হবে। দেশপ্রেমিক। বুদ্ধিজীবীরা ছাত্রদেরকে কোন জায়গায় কাজে লাগাতে হবে বুদ্ধিজীবীরা বুঝতে হবে।

ছাত্র রাজনীতিক থেকে দেশ স্বাধীন হয়েছে। যূগ যূগে যূগে । নীতি আদর্শ বান দিয়ে ছাত্র রাজনীতি করতে হবে। দেশপ্রেম থাকতে হবে। ৭১ সালে ছাত্র রাজনীতি থেকে দেশ স্বাধীন হয়েছে।


এই বিভাগের আরও খবর