এম এ রউফ কাতারঃ
দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি ,জালিয়াতি এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার
এই সরকারের একটি পদক্ষেপ আমার দৃষ্টিতে ভালো লাগেনি। তারা কাজ করেছে শুধু কাগজে কলমে পরিবর্তনের। কাগজে কলমের পরিবর্তনে দেশ পরিবর্তন সম্ভব নয়।
আর একটি বড় সমস্যা হলো অন্যান্য দেশ, বিশেষ করে বড় বড় রাষ্ট্রের শাসন ব্যবস্থা দেখে দেশ পরিবর্তনের চেষ্টা করা। আসলেই কি এভাবে দেশ পরিবর্তন সম্ভব? উন্নত দেশের মানুষের নৈতিকতা আর আমাদের দেশের চোর ও চাঁদাবাজদের নৈতিকতা কি একই?
আমাদের ভাবতে হবে আমাদের দেশের অবস্থা এবং মানুষের আচার আচরণ ও সমস্যাগুলো নিয়েই দেশ পরিবর্তনের চেষ্টা করতে হবে। অন্য দেশের শাসন ব্যবস্থা আমাদের ঘাড়ে চেপে দিলে কি দেশ পরিবর্তন হবে? কোনো দিন না।
আরেও পড়ুনঃযদি সত্যিই দেশকে পরিবর্তন করতে চান তাহলে সবার আগে নিজেকে পরিবর্তন করুন
আমাদের দেশের কি কোনো রাষ্ট্রবিজ্ঞানী নাই বা এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান নাই যে নতুন একটা শাসন ব্যবস্থা বা আমাদের সমস্যার সমাধানের মতো একটা শাসন ব্যবস্থা তৈরি করতে পারবে, যাতে আমাদের প্রধান সমস্যাগুলো সমাধান হয়ে যাবে?
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ৫৪ বছর ধরে দেশ টা আজব করা হয়েছে। এই আজাব মূক্ত করতে হলে সকল নাগরিক ঐক্যবদ্ধ হতে হবে। একে অপরকে দোষারোপ করে দেশ পরিবর্তন করা সম্ভব না।
আমি কোন বুদ্ধিজীবী না আমি সাধারণ নাগরিক হিসাবে কথা বলার অধিকার আছে আমি একজন দেশ প্রেমিক।