রনজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি:শনিবার পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স সম্পন্ন হয়েছে। ৮নভেম্বর-২০২৫ খ্রি.দিনাজপুরের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আয়োজনে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সম্মেলন কক্ষে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স সম্পন্ন হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয়।
কনফারেন্সে দিনাজপুর জেলার বিচারিক আদালত ও প্রশাসনের পারস্পরিক সমন্বয়, বিচার কার্যক্রমের গতি বৃদ্ধি,আইনশৃঙ্খলা রক্ষা এবং জনসেবা কার্যক্রমকে আরও গতিশীল করার বিভিন্ন কার্যকর দিক নিয়ে গঠনমূলক আলোচনা হয়।